কবির হোসেন, মুর্শিদাবাদঃ
বিষ খেয়ে প্রাণ হারালেন ৩৩ বছরের এক যুবক, ঘটনাটি ঘটেছে সালার থানার অন্তর্গত কাগ্রামে। তমাল দাস নামে ওই যুবকের মৃত্যু হয় বৃহস্পতিবার। প্রাথমিক ভাবে অনুমান পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে বছর ১২ আগে ভরতপুরের আমালাই গ্রামে বিয়ে হয় তমালের তবে তার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকত না। প্রতিবেশীরা জানিয়েছেন, দিন কয়েক আগেই কাগ্রামে আসেন তাঁর স্ত্রী, তার পরেই এমন ঘটনা ঘটলো । বছরখানেক আগে তমাল স্ত্রীর অভিযোগে জেল খেটেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে ।বর্তমানে তাঁদের এগারো বছরের এক ছেলে ও নয় বছরের মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ জলঙ্গি পদ্মা নদীর ঘাট নতুন করে লিজ দেওয়া হলো
পেশায় দিনমজুর তমাল দাস। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হত না বলে প্রতিবেশীরা জানায়। স্ত্রীর অভিযোগে পারিবারিক অশান্তি মামলায় তাকে জেল ও খাটতে হয় এবং সেই কেস এখনো চলছে । তার স্ত্রী বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকতেন এবং হুগলি জেলা হিন্দ মোটরে কাজ করেন । গত কয়েকদিন আগেই তার স্ত্রী কাগ্রামে আসার পর থেকেই অশান্তি লেগেই ছিল । বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে মহকুমা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তারমৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584