গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ স্বামী শ্বশুর বাড়ির বিরুদ্ধে

0
96

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘিরে চাঞ্চল্য ছড়াল বিষ্ণুপুর থানার বাহাদুরপুরের গ্রামের বাগ পাড়ায়। বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাপের বাড়ির লোকজনরা। গৃহবধূর বাপের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার মৌখালির নস্কর পাড়ায় মৌমিতা নস্করের সঙ্গে চার বছর আগে দেখাশোনা করে বিবাহ হয় বিষ্ণুপুর থানার বাহাদুরপুর গ্রামের দেবাশিষ বাগের।

Dead Moumita | newsfront.co
মৃত মৌমিতা। নিজস্ব চিত্র

বিবাহের সময় জানানো হয়েছিল যে সেঞ্চুরি প্লাউড কোম্পানিতে কাজ করে। তাদের বিবাহিত জীবন ভালোভাবে কাটছিল তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ধীরে ধীরে দেবাশিষ বাগ ও মৌমিতা বাগের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকতো কারণ মৌমিতা বাগের বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। বেশ কয়েকবার মৌমিতা টাকা এনেও দিলেও ধীরে ধীরে দেবাশিষের চাহিদা বাড়তে থাকে।

Andhar card of Dead Moumita | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার রাতে মৌমিতার বাপের বাড়ি খবর যায় যে সে আত্মহত্যা করেছে।খবর পেয়ে মৌমিতার বাপের বাড়ির আত্নীয়রা এসে দেখেন যে আমতলা গ্রামীন হাসপাতালে মৌমিতার নিথর দেহ স্ট্রেচারে শোয়ানো আছে।

আরও পড়ুনঃ ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ করে হত্যা, ধৃত মূল অভিযুক্ত

Rabin Santra | newsfront.co
রবিন সাঁতরা, মৌমিতার মামা। নিজস্ব চিত্র

মৌমিতার পরিবারের আত্মীয়দের অভিযোগ যে, তাদের মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর দেবাশীষ এবং তার মা বাবার বিরুদ্ধে। তাদের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ দেবাশীষের মাকে গ্রেফতার করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here