রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় তৃতীয় দফায় দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে আগামী ২৩ এপ্রিল।এদিন জঙ্গীপুর লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের যে অংশ মুর্শিদাবাদে আছে তার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন আধিকারিক ডঃ পি উলাগানাথন আজ জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান যে,লোকসভা নির্বাচন উপলক্ষে আজ থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করবে আগামীকাল নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে তাঁরা পৌঁছে যাবেন।
একই সাথে তিনি নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে ১৪৪ ধারা ঘোষণা করতে হয় তাও এদিনের সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন।আজ সন্ধ্যা ৬টার পর থেকে তৃতীয় দফার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জারি থাকবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচন বিধি সম্পর্কেও ওয়াকিবহাল করেন।
নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জেলাশাসকের অনুমতি পত্র ছাড়া পাঁচ জনের বেশি থাকতে কেউ পারবে না।
ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র, পাথর,লাইসেন্সড আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক জাতীয় কোন দ্রব্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ,এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ সন্ধে ছটার পর থেকে কোন রাজনৈতিক প্রচার করতে পারবেন না প্রার্থী বা প্রার্থীর দলের কোন কর্মী। ভোটের দিন ১০০ মিটারের মধ্যে কেউ মোবাইল,কর্ডলেস কোন কিছু নিয়ে চলাফেরা করতে পারবেন না।
একই সাথে ডঃ পি উলাগানাথান সংবাদমাধ্যমের নিকট আবেদন জানান যে,বুথের ভেতর নির্বাচকের ভোটের গোপনীয়তা ভঙ্গকারী কোন ছবি যেন সেদিন না তোলা হয়।পাশাপাশি তিনি জানান,প্রার্থী এবং তার পোলিং এজেন্ট বিশেষ কারণ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করতে পারবেননা।কেবলমাত্র ভোটদাতারা থাকবে বুথের মধ্যে সঠিক ভাবে লাইন দিয়ে একে একে নিজ নিজ ভোট দান করবেন।দুগ্ধদাত্রী মা এবং গর্ভবতী মহিলাদের ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ভোটদানের লাইনের দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।
আরও পড়ুনঃ মালদহের ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী,জানালেন বিবেক দুবে
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি সমাপনে এবার অপেক্ষা ভোটগ্রহণের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584