নির্বাচনের জন্য কোন উন্নয়ন যেন থেমে থাকে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
104

বোলপুর থেকে শ্যামল রায়:
বীরভুমের বোলপুর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করলেন। এই সভায় প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ রাজনৈতিক দলের নেতৃত্ব বর্গ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এই প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে অস্ত্র নিয়ে কোনোভাবেই মিছিল করা যাবে না। আগামী আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন হলে তার আগেই সমস্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে। সেই সাথে তিনি একথাও বলেছেন যে নির্বাচনের জন্য যাতে কোনোরকম উন্নয়নের কাজ থমকে না থাকে সেদিকে নজর রাখতে হবে আধিকারিকদের।
এছাড়াও তিনি বলেন যে 100 দিনের কাজে রাজ্য সেরা হয়েছে।
তিনি ঘোষণা করেন যে বোলপুরে পুলিশ লাইন এবং দুইটি হেলিপ্যাড তৈরি হবে।
কিষাণ ক্রেডিট কার্ডের ওপর ঋণের পরিমাণ বাড়বে এর ফলে চাষীরা ভীষণ ভাবে উপকৃত হবেন বলেও জানিয়ে দিয়েছেন এদিন তিনি।


ইলামবাজারে বাউল বিতান হবে। রামপুরহাটে মেডিকেল কলেজ তৈরি নিয়ে কোনো রকম সমস্যা নেই।
সিলিকন ভ্যালির ধাঁচে এরাজ্যেও আইটি হাব তৈরি হবে। রাজ্যের মানুষের চাহিদা মতো ব্যাপক উন্নয়নমুখী কাজে আরও কাজ হচ্ছে যাতে ভবিষ্যতে কোন মানুষ বলতে না পারেন যে আমাদের এলাকায় এই কাজটি হয়নি। সরকারি একাধিক প্রকল্প রয়েছে যাদের কাছে এখনো এই সুযোগ সুবিধা পৌঁছায়নি দ্রুত তাদের কাছে সুযোগ-সুবিধা পৌঁছানোর জন্য নির্দেশ জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের মুখে কোন উন্নয়নমুখী কাজ যেন থমকে না থাকে উন্নয়ন ও হবে এবং নির্বাচনের আগেই শেষ করে ফেলতে হবে বলে তিনি নির্দেশ জারি করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here