প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন নিরাপত্তা,পরীক্ষা চলাকালীন বন্ধ ইন্টারনেট পরিষেবা

0
110

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Unprecedented security for higher secondary question paper leak
যানজটে নাকাল।নিজস্ব চিত্র

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিছুদিন আগেই সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঘিরে তোলপাড় হয়েছে সব মহলেই। তার ফলে মুখ পুড়েছে শিক্ষা দফতর থেকে প্রশাসনের।উচ্চমাধ্যমিকে সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর প্রশাসন থেকে শিক্ষা দফতর।সেই মতো মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কিছু জেলায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Unprecedented security for higher secondary question paper leak
নিজস্ব চিত্র

যে দিনগুলোতে পরীক্ষা চলবে সেই দিনগুলো সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ইন্টারনেটে তথ্য আদান-প্রদান বন্ধ থাকবে। এই পরিষেবা যাতে বন্ধ থাকে তার জন্য রাজ্যের হোম ও হিল অ্যাফেয়ারের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য্য সোমবার মোবাইল সংস্থার আধিকারিকদের নির্দেশ দেন।

আরও পড়ুন: পরীক্ষার্থীদের পেন উপহার তৃণমূল ছাত্র পরিষদের

সেইসঙ্গে রাজ্যের ছয়টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকেও এই বিষয়টি জানিয়েছেন।শুধু ইন্টারনেট পরিষেবা বন্ধ নয় স্পর্শ কাতর পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। চিঠিতে দেওয়া তালিকা অনুযায়ী মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, জলঙ্গি ও ফারাক্কা এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে এমনটাই নির্দেশ।

Unprecedented security for higher secondary question paper leak
স্কুল গেটের সামনে ভীড়।নিজস্ব চিত্র

এবছর পরীক্ষার্থীদের মধ্যে ১৩.৫৬%বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে।সেইসঙ্গে জেলাশাসক ডঃ পি উলগানাথান বলেন, সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে ভিডিওগ্রাফি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৫,১৬৪ যার মধ্যে ছাত্রের সংখ্যা ২৩,৮৪৪ এবং ছাত্রী সংখ্যা ৩১,৩২০।তবে একটা বিষয় লক্ষণীয় প্রশাসনের পক্ষ থেকে যানজট এড়ানোর ব্যবস্থা নেওয়া হলেও পরীক্ষা কেন্দ্রগুলির সামনে সকাল নটার সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকছিলেন ঠিক সেই মুহূর্তে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে।

সেই পরীক্ষা কেন্দ্র গুলির সামনে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকলেও ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রন না করার জন্য ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here