সুদীপ পাল,বর্ধমানঃ
কলকাতার বাগড়ি মার্কেট বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়েছে। আগুন লাগলে কি হবে জানা নেই বর্ধমানের দুটি বড় বাজারে। ফলত আতঙ্কে রয়েছেন দোকানগুলির মালিক থেকে সাধারণ মানুষ। বর্ধমান শহরের কার্জন গেটের পাশেই কল্যানী মার্কেটসহ পরপর দুটি বাজার রয়েছে।এখানে বাগড়ি মার্কেটের মত যদি আগুন লাগে তাহলে কি হবে সে পরিস্থিতির কথা চিন্তা করে অনেকেই ভয় পাচ্ছেন।
তার প্রধান কারণ এই বাজারের রাস্তার এমন অবস্থা,যে দমকল ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। তাছাড়া মার্কেটের ভিতরে ভূগর্ভস্থ জলাধারে সেখানেও জল থাকে না।বৈদ্যনাথ কাটরা ও দত্ত সেণ্টারের মার্কেটের অবস্থাও এদিক থেকে ভয়ংকর। দত্ত সেন্টারের প্রায় ১৩০টি দোকান রয়েছে। যার অধিকাংশই বস্ত্র বিপনী।এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,এই মার্কেটে অগ্নি সুরক্ষা কোন ব্যবস্থা নেই।উল্টে মার্কেটের উপরে রয়েছে দুটি চায়ের দোকান। অন্যদিকে বৈদ্যনাথ কাটরা বাজারে গিয়ে দেখা গেল ভিতরে ও বাইরে যাওয়ার রাস্তা এতই সরু যে দমকল কর্মীদের পক্ষে জলের পাইপ নিয়ে পৌঁছানো দুষ্কর হবে।আতঙ্কের মধ্যেই ব্যবসা চালাতে হচ্ছে বলে জানিয়েছেন দত্ত সেণ্টার ব্যবসায়ী সমিতির সম্পাদক সীতারাম চট্টোপাধ্যায়। এই দুটি মার্কেটেই বিদ্যুতের তার যেভাবে বাইরে ঝুলছে তাতে যেকোনো মুহূর্তেই বড়সড় বিপদ ঘটে যেতে পারে। পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস বলেন,মালিক থেকে ব্যবসায়ী সবাইকেই সচেতন হতে হবে।
আরও পড়ুনঃ বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584