অসময়ের ঝড় বৃষ্টিতে মাথায় হাত বরো চাষীদের

0
74

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ জেলা জুড়ে চাষ হওয়া বরো ধান কাটার মরশুম।আর এই সময়েই টানা বৃষ্টিতে বরোচাষীদের মাথায় হাত পড়েছে।আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আরো কয়েকদিন চলতে পারে বৃষ্টি,যা বরো ধানের পক্ষে ক্ষতিকর।আর কিছু দিন পর বরো ধান পাকতে শুরু করে এমতাবস্থায় বৃষ্টির কারনে জমি জলে ভর্তি হয়ে উঠছে, আরো বৃষ্টি হলো তলিয়ে যাবে ফসল তাই অনেকেই কাঁচা ধান কেটে নিচ্ছেন তাতে যতটুকু বাঁচানো যায়।তবে এই কাঁচা ধান কেটে খুব বেশী লাভবান হবেন না চাষীরা।কমল মান্ডল নামে এক চাষী আমাদের প্রতিনিধিকে জানান যে,পরিশ্রম করে ধানচাষ করে ঘরে তুলতে না পারার চেয়ে কিছুটা গেলেও শান্তি।
শুধু বরো চাষীরা নয় সবজি চাষীরাও এই অসময়ের বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন। জমিতে জল জমে থাকলে ঝিঙে পটল করলাসহ অন্যান্য সবজির গাছের গোড়ায় পচন ধরবে।জল নেমে গেলে গাছের গোড়ায় পচন ধরে হলুদ হয়ে গাছ মরে যাবে।অন্যদিকে শিলাবৃষ্টির কারনে আম লিচু কাঁঠালসহ মরশুমি ফলেরও ক্ষতির আশঙ্কা করছেন উৎপাদকরা।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here