অব্যবহৃত নব নির্মিত পশু স্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ স্থানীয়দের

0
54

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

দীর্ঘ ২ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে নব নির্মিত পশু স্বাস্থ্য কেন্দ্র। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি বাজার এলাকায় খড়িবাড়ি সদর উপস্বাস্থ্য কেন্দ্রের পাশেই তৈরি করা হয়েছে পশু হাসপাতালের জন্য নতুন ভবন। কিন্তু সব রকমের পরিকাঠামোগত ব্যবস্থা থাকলেও এখনও চালু হয়েনি পশু স্বাস্থ্য কেন্দ্রটি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পশু স্বাস্থ্য কেন্দ্র। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা ও ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দফতর সূত্রে জানা যায় ২০১৫ সালে পূর্ত দফতরের উদ্যোগে আনুমানিক ৭০ লক্ষ্য টাকা বরাদ্দে এই নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। প্রায় ৬ কাঠা জমি জুড়ে দ্বিতল বিশিষ্ট এই নতুন ভবনের কাজ সম্পন্ন হয়েছিল ২০১৬ সালের শেষের দিকে। তারপর থেকে ভবনটি আর ব্যবহৃত হয়নি। পূর্ত দফতর ভবনটি প্রাণী সম্পদ উন্নয়ন দফতরকে দুই তিনবার হস্তান্তর করতে চেয়েছিল। কিন্তু প্রথম বার নতুন ভবনের সীমানা প্রাচীর ও বৈদ্যুতিক পরিষেবা না থাকায় প্রাণী সম্পদ উন্নয়ন কর্তৃপক্ষ নতুন ভবনের হস্তান্তর নিতে চায়নি। পরে ২০১৮ সালে আগস্ট মাসে পূর্ত দফতর সীমানা প্রাচীর ও বৈদ্যুতিক পরিষেবার ব্যবস্থা করে দেয়। কিন্তু পশু হাসপাতালের নিজস্ব আসবাবপত্র এবং শিফটিং ফান্ডের টাকা অনুমোদিত না হওয়ায়, বছরের পর বছর কেটে গেলও এখনও নব নির্মিত ভবনটি পড়ে পড়ে ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য বিট্টু জয়সোয়াল বলেন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে পশু হাসপাতালের নতুন ভবনের ভেতরের বৈদ্যুতিক উপকরণ সহ জলের পাম্পটি নষ্ট হচ্ছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে। তিনি আরো জানান খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের পেছনের অংশে ছোট জায়গায় ঘর ভাড়া নিয়ে পশু হাসপাতালটি চলছে। এতে গ্রাম পঞ্চায়েত অফিসের সংকীর্ণ রাস্তা দিয়ে গৃহপালিত পশু নিয়ে যেতে ব্যাপক সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা।

খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সরকার বলেন এই বিষয়ে আমি জেলা স্তরে অনেকবার বলেছি। এমনকি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে এই নতুন ভবনটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পূর্ত দপ্তর এখনও নতুন ভবনের জন্য কত টাকা খরচ করেছে এবং কত টাকা বরাদ্দ হয়েছে। এই হিসাবটি দিতে পারেনি। ফলে এটি কে উদ্বোধন করবে এবং মোট কত টাকার কাজ হয়েছে। এই দ্বন্দ্বে ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
খড়িবাড়ি ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডঃ দেবাশিষ মহন্ত বলেন পূর্ত দফতর ২-৩ বার ওই নতুন ভবনটি হস্তান্তর করতে চেয়েছিল। কিন্তু প্রথমবার সীমানা প্রাচীর ও বৈদ্যুতিক পরিষেবায় খামতি থাকায় আমরা হস্তান্তর নিতে পারিনি। পরে দফতরের নিজস্ব আসবাবপত্র ও শিফটিং খরচের অভাবে নতুন ভবনে যেতে পারিনি। ৬ মাস আগে পর্যাপ্ত আসবাবপত্রের জন্য মোট ৬ লক্ষ্য টাকা এবং প্রায় দুই মাস আগে শিফটিংয়ের জন্য ২০ হাজার টাকা ফান্ডের আবেদন করেছিলাম। যা ব্লক থেকে শিলিগুড়ি প্রধান অফিস এবং সেখান থেকে রাজ্যে পাঠানো হয়েছে। কিন্তু এখনও কোনও ফান্ড অনুমোদিত না হওয়ায়। আমরা হস্তান্তর করতে পারছি না। শিলিগুড়ি পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চন্দন কুমার ঝা-কে ফোন করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি।

জানা যায় বহু বছর আগে খড়িবাড়ি হিন্দি হাই স্কুলের পাশের একটি ঘর ভাড়া নিয়ে পশু হাসপাতালটি চলছিল। এর পর ২০১০ সালে খড়িবাড়ি ব্লক পশু স্বাস্থ্য কেন্দ্রটি খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত ভবনের মোট ৬টি ঘর মাসিক ৩ হাজার টাকা ভাড়াতে নিয়েছিল। কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরের সংকীর্ণ রাস্তা দিয়ে গৃহপালিত পশু নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। বর্তমানে ২ জন ডাক্তার, ৩ জন গ্রুপ ডির কর্মী এবং ১ জন ক্ল্যারিক্যাল কর্মী মিলিয়ে মোট ৭ জন রয়েছেন এই পশু হাসপাতালে। ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দফতর, ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এই নতুন ভবনটি ব্যবহার করা হত। দ্বিতল বিশিষ্ট এই নতুন ভবনে মোট ৯টি ঘর রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্কিমের প্রশিক্ষণের জন্য একটি হল ঘর রয়েছে। প্রতিটি ঘরে ফ্যান, আলোর ব্যবস্থা রয়েছে। এমনকি জলের জন্য বোরিং, পাম্পও রয়েছে। পাশাপাশি অগ্নিনির্বাপকের ব্যবস্থাও আছে। সব ব্যবস্থা থাকা সত্ত্বেও এখনও চালু হয়নি পশু হাসপাতালটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here