নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বাবার পরকীয়া সম্পর্কের ক্ষোভে পড়ে খুন হল ছেলে। বুধবার সকালে এমনি এক চাঞ্চল্যকর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার ললিতা কুড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম, পিন্টু দাস ( ২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার এক গৃহবধূর সাথে দিন কয়েক আগেই মৃত ওই যুবকের বাবা উজ্জল দাসের অবৈধ সম্পর্ক প্রকাশ পায় ।
আরও পড়ুনঃ আক্রান্তদের ক্ষতি বিবেচনা করে কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন মুখ্যমন্ত্রীর
আরও পড়ুনঃ মালবাহী ট্রেন আসায় নতুন করে কর্মসংস্থানের দিশা দেখছে তুফানগঞ্জের পরিযায়ী শ্রমিকরা
এবং সেই নিয়েই দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে উঠেছিল এবং তারপরেই বুধবার সকালে পিন্টু দাস এর হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন। মৃতের পরিবার ও স্থানীয়দের অনুমান বাবার পরকীয়া সম্পর্কের মাশুল দিতেই ওই গৃহবধূর স্বামীর হাতে খুন হয়েছে বছর কুড়ির এই যুবক পিন্টু দাস।
ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584