নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউন নিয়ে গত শনিবার ওই স্কুলে অভিভাবকদের মিটিং ছিল ৷ বাপের বাড়ির কাছে ওই স্কুল হওয়ায় সেখানে চলে যাওয়ার অপরাধে প্রাণ দিতে হল গৃহবধূকে।
এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায়৷ মৃত মহিলার নাম মামনি মন্ডল (২২)। তাঁর তিন বছরের শিশুকন্যা রয়েছে।
মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করার পর তাকে ঘরে সিলিং ফ্যানের হুক থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় পুলিশের কাছে তারা অভিযোগ জানাবেন।
আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর অনুদানের টাকা তছরূপের অভিযোগ
এদিকে স্থানীয় হাসপাতালে ওই মহিলাকে মৃত ঘোষণা করার পরেই গা ঢাকা দিয়েছেন তার স্বামী৷ অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালদা থানার পুলিশ৷ অভিযুক্ত স্বামী নিতাই মণ্ডল কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা৷ নিতাই পেশায় ট্যাঙ্কারচালক।
এদিন সকালে নিজের ঘর থেকে মামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন ৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ এরপরেই স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকেই উধাও হয়ে যান নিতাই ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584