আন্দামানের সেলুলার জেল ফেরত স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তি উন্মোচন মুর্শিদাবাদে

0
192

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

আন্দামানের সেলুলার জেল ফেরত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রদ্যুৎ রায়চৌধুরীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার। শুক্রবার মালিহাটি গ্রামে স্থানীয় এক লাইব্রেরী প্রাঙ্গণের ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ পুর্তি উপলক্ষে আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার , ভরতপুর দু’নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল মুর্শিদাবাদ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি অরিন্দম রায়, সালার থানার ওসি ইন্দ্রনীল মহন্ত এবং প্রদ্যুৎ চৌধুরীর পুত্র জগৎজ্যোতি রায়চৌধুরী। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।

K Sabari Rajkumar
নিজস্ব চিত্র

উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গরা প্রদ্যুৎ রায়চৌধুরীর স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক আলোচনা করেন। প্রদ্যুৎ রায়চৌধুরী এই গ্রামে জন্মগ্রহণ করেন। সালার স্কুলে পড়াশোনার মাঝেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগদান যোগদান করেন ।

Freedom fighter cellular jail
নিজস্ব চিত্র

অহিংস আন্দোলনের পাশাপাশি বাংলায় তখন অন্য এক আন্দোলনের জোয়ার চলছিল। বিপ্লবীরা বিশ্বাস করতে শুরু করেন যে মারের পাল্টা মার না দিলে ইংরেজদের ভারত ছাড়া করা যাবে না। ১৯৩০ সালে আগে ও পরে কয়েকটি অস্ত্রশস্ত্র অভিযানের বিপ্লবীরা সামিল হন সে সময় সেটা ছিল ইংরেজ শাসকদের চোখে সন্ত্রাসবাদি কার্যকলাপ।সন্ত্রাসী কার্যকলাপ বিরুদ্ধে বীরভূম জেলা পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রদ্যুৎ কুমার রায়চৌধুরী সহ ৪২ জনকে গ্রেফতার করে। বিপিনবিহারী গাঙ্গুলী সহ অন্যান্যদের যুক্ত করে বিখ্যাত বীরভূম ষড়যন্ত্র মামলা শুরু হয়। ১৯৩৪ সালের ২৪ শে সেপ্টেম্বর মামলার রায় বের হয় মামলার রায়ে ১৭জনকে কারাদন্ড দেওয়া হয় ।

Freedom Fighter
নিজস্ব চিত্র

এদের মধ্যে পদ্ধতি রায়চৌধুরীর পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত হন এবং ১০জনকে বিপদজনক বিপ্লবী হিসাবে চিহ্নিত করে আন্দমান জেলে পাঠানো হয়। আন্দামান জেলে সুযোগ সুবিধা আদায় করার সেখানেও আন্দোলন করেন এবং বইপত্র ও খবরের কাগজ পড়ার দাবি আদায় করে নেন।।

আরও পড়ুনঃ একাধিক ট্রেনের স্টপেজ ও ভাড়া বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে ডেপুটেশন সালার যুব তৃণমূলের

পরবর্তীকালে ফিরে এসে গ্রামের সাহিত্য ও সংস্কৃতি চর্চাতে মনোযোগ দেন। তিনি সরলাবালা লাইব্রেরী ও মালিহাটি গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই অমর স্বাধীনতা সংগ্রামী স্মরণ করে গ্রামবাসীরা লাইব্রেরীর সামনে তার অবক্ষ মূর্তি স্থাপন করেন। উল্লেখ্য, প্রদ্যুৎ রায়চৌধুরী মুর্শিদাবাদের কয়েকজন আন্দামান জেল ফেরত স্বাধীনতা সংগ্রামের মধ্যে একজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here