চিনা সেনার মোকাবিলায় ত্রিশূল, ব্রজের মতো ‘সনাতনী’ হাতিয়ার তৈরি করল ভারত

0
67

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

চিনের সেনা মোকাবিলায় এবার নতুন অস্ত্র তৈরি করল ভারত। গালওয়ানে লোহার রড নিয়ে আচমকাই হামলা চালিয়েছিল চিন সেনা। ভারতের কাছে সেইসময় সেনা মোকাবিলার জন্য উপযুক্ত হাতিয়ার ছিল না। এরপর থেকেই নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা অব্যাহত। ১৩ দফা বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র মেলেনি। সহযোগিতা করেনি চিন। তাই এবার চিনা সেনার মোকাবিলায় ত্রিশূল, ব্রজের মতো ‘সনাতনী’ হাতিয়ার তৈরি করল ভারত। উত্তরপ্রদেশের অপাস্ত্রন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার দাবি, ভারতীয় সেনাবাহিনীর বরাত পাওয়ার পরই ত্রিশূল ও ব্রজের মতো অস্ত্র তৈরি করা হয়েছে।

Trishul and sapper punch
ছবি সৌজন্যে : এএনআই

নতুন অস্ত্র ত্রিশূল ও ব্রজ ভারতীয় সেনাকে শত্রু দমনে সাহায্য করবে। ব্রজে রয়েছে স্পাইক। যা মুষ্টিযুদ্ধে সেনাকে সহায়তা করবে। শুধু তাই নয়, এই ব্রজ দিয়ে শত্রুর বুলেটপ্রুফ গাড়ির চাকায় পাংচারও করা যাবে বলে দাবি উত্তরপ্রদেশের ওই সংস্থার কর্তা মোহিত কুমারের।

আরও পড়ুনঃ মদের ইতিকথা নিয়ে চালু হল দেশের প্রথম ‘অ্যালকোহল মিউজিয়াম’

তিনি বলেন যে, ত্রিশূল বা ব্রজের মতো কোনও হাতিয়ারেই গুরুতর আঘাত লাগার সম্ভাবনা নেই। তবে এখনই এই হাতিয়ারগুলি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা জানাননি মোহিত। তবে, তিনি নিশ্চিত করেছেন যে, এই অস্ত্রগুলি শুধুমাত্র ভারতীয় জওয়ানরাই ব্যবহার করতে পারবেন, সাধারণ মানুষের হাতে এই অস্ত্র পৌঁছবে না। কিন্তু জওয়ানদের তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here