নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চিকিৎসকদের ক্ষেত্রে জোরাল সিদ্ধান্ত যোগী সরকারের। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে স্নাতকোত্তর পাশ করার পর চিকিৎসকদের ১০ বছর সরকারি চাকরি করা এখন থেকে বাধ্যতামূলক, তার আগে চাকরি ছাড়লে দিতে হবে ১ কোটি টাকা জরিমানা। শনিবার রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ একথা জানান ।
এই নয়, জারি করা হয়েছে আরও একটি নিয়ম। উত্তর প্রদেশের মুখ্য স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ জানান, স্নাতকোত্তর ডিগ্রিতে মাঝপথে কেউ একবার পড়া ছেড়ে দিলে তিনি পরবর্তী তিন বছর আর স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন না।
UP Government mandates 10 years of service in the department for medical students undergoing Post graduation course in the state. Anyone failing to do so has to pay a fine amount of Rs 1 crore: Amit Mohan Prasad, Principal Health Secretary
— ANI UP (@ANINewsUP) December 12, 2020
করোনা অতিমারীর ভয়াবহতা চলাকালে ডাক্তারের সংখ্যা কম থাকায় তখনও এই রকম পদক্ষেপ নিয়েছিল যোগী সরকার। গত আগস্টে সরকারি হাসপাতাল থেকে এমডি, এমএস কিংবা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করা ডাক্তারদের একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারি হাসপাতালে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছিল।
আরও পড়ুনঃ দাবি আদায়ে অনশনে কৃষকরা, সিদ্ধান্তে অনড় কেন্দ্রও
নতুন নিয়মে বিশেষ সুযোগ থাকছে এমবিবিএস দের জন্যও। নিট (NEET) প্রবেশিকায় তাঁদের জন্য থাকবে বিশেষ নম্বরের ব্যবস্থা। সরকারি হাসপাতালে এক বছর চাকরি করলে ১০ নম্বর করে পাবেন তাঁরা। অর্থাৎ প্রতি একবছরের জন্য ১০ নম্বর অতিরিক্ত যোগ হবে তাঁদের ফলে, যা তাঁদের পরীক্ষায় সফল হতে বিশেষভাবে সাহায্য করবে। এই সব ক’ টি পদক্ষেপই নেওয়া হয়েছে সরকারি হাসপাতালে ডাক্তারদের পর্যাপ্ত সংখ্যা ধরে রাখার লক্ষ্য।
আরও পড়ুনঃ চাকরিতে ইস্তফা দিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে আইপিএস অফিসার
করোনা আবহে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে ডাক্তারদের সংখ্যা কমে যাচ্ছিল। সেই সময় থেকেই সরকারী হাসপাতালে ডাক্তার বাড়ানোর লক্ষ্যে বিভিভিন্ন পদক্ষেপ নিচ্ছিল সরকার। এবার জারি হল কঠোর নির্দেশিকা। যদিও নিজের রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলার কথা তুলে ধরে প্রশংসায় মুখর হয়েছিলেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশে করোনায় মৃত্যুহার ১.৪ শতাংশ বলে জানিয়ে তিনি রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত প্রশংসা করেন। তারপরেই ভবিষ্যতের লক্ষ্যে এমন কড়া সিদ্ধান্ত গ্রহণ তাঁর রাজ্যের সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিল বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584