প্রায় ২ মাস পর খুলবে শপিংমল-রেস্তরাঁ, ‘আনলক’ প্রক্রিয়া শুরু যোগী সরকারের

0
46

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমতে শুরু করতেই দেশজুড়ে অনেক রাজ্যেই শুরু হয়েছে ‘আনলক’ প্রক্রিয়া। ইতিমধ্যেই তেলেঙ্গানায় তুলে দেওয়া হয়েছে লকডাউন, থাকছে না কোনো বিধিনিষেধও। করোনা দ্বিতীয় ঢেউয়ে প্রথম কোনো রাজ্য হিসেবে সম্পূর্ন আনলক হল তেলেঙ্গানা। এবার কিছুটা সেই পথেই হাঁটল যোগী আদিত্যনাথ সরকার। বেশ কিছু বিধিনিষেধ শিথিল হল রাজ্যে।

uttar pradesh | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

উল্লেখ্য, দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০০-র নীচে নামা শুরু করতেই ১ জুন থেকে ধীরে ধীরে কার্ফুর নিয়ম শিথিল করতে শুরু করেছিল উত্তরপ্রদেশ সরকার। এবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০০- র নীচে নামতেই আনলক প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করল যোগী প্রশাসন। তবে রাজ্যে এখনও জারি থাকবে নাইট কার্ফু ও সপ্তাহান্তে লকডাউন।

আরও পড়ুনঃ কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষের আর্থিক ক্ষতিপূরণ সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

প্রশাসন দ্বারা জারি নির্দেশিকায় বলা হয়েছে, প্রায় দুই মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে শপিং মল ও রেস্তরাঁ। শনিবার ও রবিবার ছাড়া বাকি দিনগুলিতে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও রেস্তরাঁ। তবে ৫০ শতাংশ মানুষের প্রবেশ ও বসার অনুমতি দেওয়া হয়েছে। কন্টেনমেন্ট জোনের বাইরে সপ্তাহের ৫ দিন খোলা যাবে দোকান বাজার। ওই ৫ দিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত কার্ফু জারি থাকবে।

এছাড়া, ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে সরকারি-বেসরকারি অফিসগুলি। বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন জমায়েতে অনুমতি। ধর্মীয় স্থলেও সর্বাধিক ৫০ জন মানুষ সমবেত হতে পারবেন।

আরও পড়ুনঃ আপার ইন্টারভিউ অনলাইনে করার ভাবনা কমিশনের

আনলক প্রক্রিয়া শুরু হলেও যোগী রাজ্যে এখনও বন্ধ থাকবে সিনেমা হল, স্টেডিয়াম, জিম, সুইমিং পুল, স্কুল, কলেজ-সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯৪ জন, মৃত্যু হয়েছে ৫১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯২ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here