মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার এক অন্যতম অস্ত্র হল মাস্ক। করোনাকে পরাজয় করতে হলে মাস্ক মাস্ট। আর মুখে মাস্ক না থাকলেই দিতে হবে ১০০ টাকার জরিমানা। এমনটাই নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকার৷
এবার মাস্ক না পরেই বাইরে বেরিয়েছিলেন খোদ পুলিশের এক শীর্ষ কর্তা৷ তবে তার জন্য কোনও অজুহাত দিতে চাননি তিনি৷ বরং তাঁর ভুল মেনে নিয়ে নিজেই উদ্যোগী হয়ে জরিমানা দিলেন উত্তর প্রদেশ পুলিশের এক শীর্ষ কর্তা৷ তাঁর এই ব্যতিক্রমী আচরণের প্রশংসা করছে সব মহলই৷
कल बर्रा थाना क्षेत्र मे भ्रमण दौरान गाड़ी से उतरते वक़्त IG रेंज द्वारा मास्क धारण नहीं किया गया था,यद्यपि कुछ ही सेकेन्ड मे उन्होने मास्क पहन लिया, फिर भी उन्होंने स्वयं चालान करवाया व जुर्माना राशि जमा की ताकि जनता व अन्य पुलिस कर्मियों में मास्क पहनने की जागरूकता पैदा हो । pic.twitter.com/ZlVIg1M4D8
— IG RANGE KANPUR (@igrangekanpur) June 6, 2020
কানপুর রেঞ্জ-এর আইজি মোহিত আগরওয়াল শুক্রবার বাড়রা এলাকায় পরিদর্শনের জন্য বেরিয়েছিলেন৷ গাড়ি থেকে নামার সময় ভুলবশত মাস্ক পরেননি তিনি৷ কয়েক সেকেন্ডের মধ্যে মাস্ক পরেও নেন তিনি।
আরও পড়ুনঃ দিল্লি সংঘর্ষের আগে কপিল মিশ্রের সিএএ বিরোধী মন্তব্য উস্কানিমূলক বক্তব্যের মানদন্ড: মার্ক জুকারবার্গ
কিন্তু কিছুক্ষণের জন্য হলেও করোনা পরিস্থিতিতে মাস্ক না পরা অপরাধ। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরেই বাড়রা থানার স্টেশন অফিসারকে তাঁর কাছ থেকে জরিমানা নিতে বলেন৷ পুলিশকর্তার নির্দেশ মতো তাঁর নামে থানা থেকে ১০০ টাকা জরিমানার চালান কাটা হয়৷ সঙ্গে সঙ্গে সেই অর্থ মিটিয়ে দেন ওই পুলিশকর্তা৷ পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও মাস্ক পরার আবেদন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584