নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
লেখার শুরুতেই জানিয়ে রাখি মহাশ্বেতা দেবীর বায়োপিক নয় ‘মহানন্দা’। লেখিকার জীবনের দ্বারা অনুপ্রাণিত এই ছবি।
মহাশ্বেতা দেবীর জীবনের কিছু ছায়া রয়েছে মহানন্দার জীবনে। “মহানন্দা মহাশ্বেতা দেবী নন।”- বলছেন ছবির পরিচালক অরিন্দম শীল। মহানন্দা যা ভাবে তা লেখে। মহানন্দা আদিবাসীদের অধিকারের দাবি করে, সংগ্রাম চালায়। রাজনৈতিক দিকও স্বাভাবিকভাবেই তখন চলে আসে মহানন্দার নিত্যকার জীবনে।
মহানন্দা নিজের ভাবাদর্শ, চেতনা সব কিছু উজার করে দেয় এই প্রজন্মের মেয়ে মহালয়া বা মহালকে। মহানন্দার আশা, আকাঙখা, স্বপ্ন, লড়াই বয়ে চলে মহালের অঙ্গুলি নির্দেশিকায়।
আরও পড়ুনঃ কবিয়াল নয়, এবার শাশ্বত-শ্রাবন্তীর নতুন জুটি নিয়ে আসছে ‘ছবিয়াল’
এর থেকে বেশি কিছু বলেননি পরিচালক মহাশয়। কারণ গল্প এবং চিত্রনাট্য নির্মাণের কাজ এখনও সম্পন্ন হয়নি। কাজটি করছেন অরিন্দম শীল এবং শুভেন্দু দাশমুন্সি। সঙ্গীতের দিকটি সামলাচ্ছেম বিক্রম ঘোষ।
মহানন্দার চরিত্রে রয়েছেন গার্গী রায়চৌধুরী। ছবির ঘোষণা পর্বে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “মহাশ্বেতা দেবী আমার খুব চেনা একজন মানুষ।
আরও পড়ুনঃ ওপার বাংলায় পাড়ি দিলেন কমান্ডো দেব
ওঁর লেখা, ওঁর ইন্টারভিউ আমি পড়েছি এবং দেখেছি। ওঁর রাজনৈতিক যুক্তিও শুনেছি। জেনেছি। ফলে, ওঁর মতো হয়ে ওঠার জন্য বিশেষ কিছু করার দরকার পড়ছে না। মহাশ্বেতা কোনও দেবী নন, উনি রক্তমাংসে গড়া আর পাঁচটি মেয়ের মতোই একজন।
সর্বোপরি আর পাঁচটি মানুষের মতো একজন মানুষ। আর আমি তো এখানে মহাশ্বেতা দেবীর চরিত্রে নেই। রয়েছি তাঁর মতো কোনও এক মেয়ের চরিত্রে, কোনও এক কলমপ্রেমী মেয়ের চরিত্রে, কোনও এক লড়াকু-প্রতিবাদী-স্পষ্টবক্তা নারীচরিত্রে।
আরও পড়ুনঃ নাতি-ঠাম্মার আদুরে পাঁচফোড়ন ‘রান্নাবান্না’তে
তবে, জীবনে প্রথম এমন এক চরিত্র পাওয়া বেশ চ্যালেঞ্জের মুখে দাঁড় করায় যে কোনও অভিনয়ের কারিগরকে। আমি ধন্য যে অরিন্দম আমায় এই চরিত্রটার জন্য ভরসা করেছেন।”
মহালয়ার চরিত্রে রয়েছেন ইশা সাহা। তাঁর কথায়, “আমি এখনও স্ক্রিপ্ট হাতে পাইনি। শুধু জেনেছি চরিত্রটা আমি করছি। আর এতেই আমি খুশি। আমার পছন্দের পরিচালকদের মধ্যে অরিন্দম শীল একজন। অনেকদিনের ইচ্ছা ওঁর সঙ্গে কাজ করার। ফাইনালি সেটা হতে চলেছে সেটাই বড় ব্যাপার আমার কাছে এই মুহূর্তে।”
এদিন সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মহাশ্বেতা দেবীর দুই বোনও। তাঁদেরকে অরিন্দম শীল কথা দেন যে তিনি এমন কিছু এই ছবিতে দেখাবেন না যা দেখানো মূল্যহীন।
একইভাবে এটি মহাশ্বেতা দেবীর বায়োপিক নয়, বরং তাঁর জীবন, ভাবাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি। মহানন্দা মহাশ্বেতা দেবী নন। মহানন্দার মাঝে মহাশ্বেতা দেবীকে খোঁজা ঠিক হবে না।
তবে, অরিন্দম শীল একটি কথা স্পষ্ট জানিয়েছেন এই ছবিতে রাজনৈতিক চত্বর একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে।
‘মহানন্দ’র ফ্লোরে আসতে বেশ কিছুদিন দেরি আছে। কারণ চিত্রনাট্য ঠিকমতো তৈরি না হওয়া অবধি তাকে ফ্লোরে আনতে চান না পরিচালক। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584