‘এপ্রিল ফার্স্ট’এই মিলবে চার গল্প

0
207

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

এপ্রিল ফুল বানাচ্ছি না আপনাকে মোটেও। সত্যিই ওই দিনে আপনার কাছে আসছে চারটি গল্প একটি মোড়কে।

bengali movie april first | newsfront.co
বিশ্বজিৎ চক্রবর্তী, শর্মিষ্ঠা দেব, রানা সেন ও ভাস্বর চ্যাটার্জী। নিজস্ব চিত্র

আসলে মানুষের জীবনে প্রত্যেকটা দিনই খুব গুরুত্বপূর্ণ। ইংরেজির বারোটা মাসের মধ্যে ৪ নম্বরে এপ্রিল। আর এই এপ্রিলের ১ তারিখটিকেই মানুষকে বোকা বানানোর মোক্ষম দিন হিসাবে বেছে নিই আমরা। কিন্তু এপ্রিলফুলের বদলে যদি এই ১ এপ্রিলে আপনার জীবনে ঘটে যায় এমন গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনি কোনওদিন ভুলতে পারবেন না। তাহলে কি খুব অবাক হবেন? এরকমই একটি দিনে চার জনের জীবনের চারটি গল্প নিয়ে আসছে ‘এপ্রিল ফার্স্ট’।

bengali movie april first | newsfront.co
নিজস্ব চিত্র

রানা সেন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রিমঝিম মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখার্জি, সোহিনী সান্যাল, পিঙ্কি ব্যানার্জি সহ আরও অনেকে। ১৪মার্চ প্রকাশ্যে এল ‘এপ্রিল ফার্স্ট’এর টিজার ও প্রোমো।

আরও পড়ুনঃ দেবীগড়ে গড়বড়!

bengali movie april first | newsfront.co
নিজস্ব চিত্র

দোপাটি পাল, সীমা দে, মধুমিতা চক্রবর্তী, বর্ণালী ভট্টাচার্যের প্রযোজনায় সুন্দর রূপ পায় এই ছবিটি। ছবির এডিটিংয়ের দায়িত্বে ছিলেন তাপস চক্রবর্তী।

আরও পড়ুনঃ ড্রাকুলা রূপে অনির্বাণ, বিপরীতে মিমি

bengali movie april first | newsfront.co
নিজস্ব চিত্র

সিনেমাটোগ্রাফি করেছেন সন্দীপ সেন। পরিচালক রানা সেনের সঙ্গে সহযোগী পরিচালক হিসাবে কাজ করেছেন শর্মিষ্ঠা দেব। চলচ্চিত্রজগতে এটাই তাঁর প্রথম কাজ। একটা তারিখকে কেন্দ্র করে কয়েকটা দায়িত্ববোধের গল্প বলবে ‘এপ্রিল ফার্স্ট’। ছবিতে ‘দীপচন্দীর কথা’ গল্পে দীপচন্দীর ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী।

bengali movie april first | newsfront.co
নিজস্ব চিত্র

ছবির তৃতীয় গল্প ‘স্বীকারোক্তি’তে মুখ্যচরিত্রে রয়েছেন মনামী ঘোষ এবং এই গল্পে একজন আইনজীবির চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে।

ছবির মধ্যে রয়েছে ১ এপ্রিলে ঘটে যাওয়া চারটি ঘটনার গল্প। এই একটি তারিখকে কেন্দ্র করে কোন চারটি ঘটনা ঘটবে এবং ১ এপ্রিলের সঙ্গে কী ভাবে জড়িয়ে পড়ছেন চারজন? এসব প্রশ্নের উত্তর জানতে হলে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দর্শককে। নতুন ধরনের চারটি গল্প নিয়ে বড়পর্দায় শীঘ্রই মুক্তি পাবে ‘এপ্রিল ফার্স্ট’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here