শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘বাকি এখনো দুই’

0
61

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

শীঘ্রই আসছে বর্ষালী চ্যাটার্জী পরিচালিত ছবি ‘বাকি এখনো দুই’। একঝাঁক নতুন মুখকে দেখা যাবে এই ছবিতে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন তুয়া সরকার, সংহিতা বসু, স্বরাজ ব্রিগেনজা ও শান্তনু ঘোষ।

baki ekhon dui | newsfront.co
প্রেস কনফারেন্সে ছবির কলাকুশলীরা। নিজস্ব চিত্র

বর্ষালীর মতে এই ছবির চরিত্রের অভিনেতারা নতুন হওয়ায় তারা দর্শকের মনেও খুব সহজে জায়গা করে নেবে। নতুন মুখের গতি পরিধি দর্শকের অজানা। তাদের প্রতি দর্শকের আগে থেকে কোনও ধারণা থাকে না। তাই সাহসিকতার সঙ্গে এক ঝাঁক নতুন মুখ নিয়ে এই ছবিটি পরিচালনা করেছেন বর্ষালী।

এক মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন দিয়ে খুন করার ঘটনা তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই ঘটনার পর আর কী কী দৃশ্য দেখা যাবে ছবিতে তা জানতে হলে ছবিটির মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

আরও পড়ুনঃ সমাজকে নতুন আলোর পথ দেখাতে শামিল পদ্মিনী দত্তশর্মা

এই ছবির দৃশ্যকল্প বর্ষালী যখন চিত্রনাট্যে লেখেন তখন তেলেঙ্গানায় মহিলা পশু চিকিৎসকের উপর চার ধর্ষকের পৈশাচিক অত্যাচারের নৃশংস ঘটনাটি ঘটেনি। তারপর ছবির কাজ চলতে চলতেই চিত্রনাট্যের মতই সেই হাড় হিম করা ঘটনাটি হটাতই ঘটে যায়, যা এই ছবিটির একটি ভাল দিক। এই কারণে এই ছবিটি বাণিজ্যিক সাফল্য আনতে পারবে বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি প্রেস ক্লাবে লঞ্চ হল এই ছবির ট্রেলার। শীঘ্রই মুক্তি পাবে কল্পনা চ্যাটার্জি ও সোমনাথ কয়াল প্রযোজিত ‘বাকি এখনো দুই’। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু ঘোষ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে থ্রিলার ছবি ‘বাকি এখনো দুই’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here