‘ব্রাত্য’, এক চেনা-অচেনা ভালোবাসার গল্প

0
313

মোহনা বিশ্বাস, চলচ্চিত্রঃ

সমপ্রেমী, রূপান্তরকামী, বৃহন্নলা- সমাজ এখনও ওদের আপন করে নিতে পারেনি সেভাবে, যতই আসুক ‘নগরকীর্তন’, যতই আসুক ‘ফিরকি’। সমাজ এদের তাচ্ছিল্য করে আজও। পোশাকে আধুনিকতা আনতে পারলেও মানুষের মানসিকতা এখনও আধুনিক হতে পারেনি।

bengali movie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এবার আরও একবার দুই সমপ্রেমীর গল্প নিয়ে আসছে সৌমজিৎ ঘোষ পরিচালিত স্বল্পদৈর্ঘের ছবি ‘ব্রাত্য’। ৩৭৭ ধারা আইনত স্বীকৃতি পেলেও এ সমাজে সমপ্রেমকে ভাল চোখে দেখা হয় না। সেটাই খুব সূক্ষ্ম এবং যত্ন নিয়ে তুলে ধরা হয়েছে এই ছবিতে।

আরও পড়ুনঃ ‘অপরিচিত’র আগমন

ছবির গল্পে দেখানো হয়েছে প্রতীক একজন সমপ্রেমী মানুষ। অঙ্গনা নামে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল এককালে। কিন্তু প্রতীক মেয়েটিকে সেই সম্পর্কের যথাযথ প্রতিদান দিতে পারেনি। প্রতীক তার বাড়ির ভৃত্য অদ্রিসের প্রেমে পড়ে।

তাদের এই সম্পর্ক একদিন প্রতীকের বাবার চোখে পড়ে। ছেলেকে নিয়ে সব স্বপ্ন চুরমার হয়ে যায় এরপর। এরপরই অসময়ে প্রতীকের মা মারা যান। এরপর কী হবে? প্রতীক ও অদ্রিসের সমপ্রেম সমাজে কি সম্মান পাবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে ‘ব্রাত্য’।

এই ছবিতে সিদ্ধার্থ চ্যাটার্জির মিউজিকে রয়েছে রবীন্দ্র সঙ্গীত ‘আমার মুক্তি আলোয় আলোয়’। ৩৭৭ ধারা স্বীকৃতি হওয়ার আনন্দকে উদযাপন করতেই এই ছবির উত্থান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here