নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরেই তৈরি হল স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘প্রতিদ্বন্দ্ব’। দুই অভিনেতার প্রতিদ্বন্দ্বিতার গল্প বলবে এই ছবি।রুপোলি পর্দার অভিনেতা নাকি মঞ্চের অভিনেতা, কে বেশি সফল? নাকি সাফল্যের মাপকাঠির নিরিখে দেখাই শেষ নয় এরপরেও যা অবশিষ্ট থাকে তা হল অভিনয় সত্ত্বা? এই নিয়েই ছবির দুই চরিত্রের মধ্যে চলতে থাকে প্রতিদ্বন্দিতা। এই দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন চন্দন ব্যানার্জি ও শুভম চ্যাটার্জি প্রমুখ। আর তা ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবি ‘প্রতিদ্বন্দ্ব’।
‘জিরো বাজেট প্রোডাকশন’ প্রযোজিত, শঙ্খদীপ চক্রবর্তী পরিচালিত ও তাঁরই চিত্রনাট্যের উপর ভিত্তি গড়ে ওঠা স্বল্প দৈর্ঘ্যের ছবিটির ট্রেলার ইতিমধ্যেই মনোনীত হয়েছে ‘তৃতীয় হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ।’
ছবির গল্প লিখেছেন বিশ্বলাল ব্যানার্জি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে শামিল হওয়ার পর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ও থিয়েট্রিকাল স্পেশাল স্ক্রিনিং-এর মাধ্যমে ছবিটি দর্শকদের কাছে পৌঁছাবে।
আরও পড়ুনঃ প্রথম কেমো নিয়েই শুটিং ফ্লোরে ঐন্দ্রিলা
ইতিমধ্যেই এই ট্রেলারটি আন্তর্জাতিক স্তরে সমাদৃত ও চর্চিত হতে শুরু করেছে। ছবির ডিওপি সুমন ও প্রতীক। সম্পাদনায় প্রিয়াংশু এবং কৌশিক। সঙ্গীত পরিচালনায় প্রিয়াংশু ও মোনালি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584