নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হারিয়ে গিয়েছে ঠাকুমা-দিদিমার কোলের কাছে লেপ্টে বসে রাজপুত্তুর আর রাজকন্যার গল্প শোনার দিন, হারিয়ে গিয়েছে ঠাম্মির হাতের স্পেশাল মেনুতে দুপুরের আহারাদি সম্পন্ন করার সেই সোনালী দিন। একইভাবে মামাবাড়িতে গিয়ে দিদিমার হাতে গড়া ফুলকো লুচি আর কষা মাংসের স্বাদ নেওয়ার দিনও আজ অতীত।

হারিয়ে গেছে এমনি আরও অনেককিছুই। ফিরে পেতে মন চায় কত না কী! তবে, এবার সেই সব নস্ট্যালজিয়াকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসতে চলেছে ‘উইন্ডোজ প্রোডাকশন’।
আরও পড়ুনঃ ধরা পড়লেন টলিপাড়ার নতুন প্রেমিক জুটি
১৬ মার্চ থেকে স্টার জলসার পর্দায় আসছে নতুন কুকারি শো ‘রান্নাবান্না’। শুধু রকমারি পদের বাহার দর্শকের সামনে তুলে ধরাই নয়, এখানে নাতি এবং ঠাম্মার এক আদুরে রসায়ণ দেখবেন দর্শক, যা আজকের দিনে দাঁড়িয়ে বেশ বিরল এক দৃশ্য।
ঠাম্মির ভূমিকায় থাকছেন তনিমা সেন এবং নাতির ভূমিকায় রক্তিম সামন্ত। নাতি রক্তিম একদিকে খাদ্যরসিক অন্যদিকে পেটুক। আর তার ঠাম্মি? তিনি তো রান্নাবান্না করতে দারুণ ভালোবাসেন। অন্যকে খাইয়ে মজা পান তিনি।
আর আদরের নাতিটি যখন জড়িয়ে ধরে বলে- “খুব খিদে পেয়েছে ঠাম্মি, কিছু খেতে দাও…”- তখন ঠাম্মির দু-হাত কি চুপ করে বসে থাকতে পারে? আবার নাতির যখন খুব মন খারাপ হয় তখন নাতিকে চটপটা সুস্বাদু খাবারটি তিনিই এনে হাজির করেন সামনে। এমনই সব দৃশ্য সোম থেকে শনি বিকেল ৪ টেয় দেখবেন দর্শক।
শো’তে রান্না করতে আসবেন অতিথিরা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব- সকলের জন্য অবারিত দ্বার৷ শোনা যাচ্ছে ‘হামি’র ভুটু অর্থাৎ ব্রত’ও নাকি আসবে তার ঠাম্মিকে সঙ্গে নিয়ে।
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় এর আগেও একাধিক নন ফিকশন দেখেছেন দর্শক। আর কুকারি শো ‘বেনু দি’র রান্নাঘর’ তো ছিল দারুণ জনপ্রিয়। সুপ্রিয়া দেবীকে নিয়ে চলত সেই শো। পাশাপাশি ‘ঋতুর মেলা ঝুম তারা রারা’ ছিল দারুণ হিট শো।
নানা রাজ্যের জন্য নানা ভাষায় নন ফিকশন বানিয়েছে ‘উইন্ডোজ প্রোডাকশন’। ডান্স রিয়ালিটি শো ‘টলি ভার্সেস বলি’ এই প্রযোজনা সংস্থার তরফেই আসে।
সাংবাদিক সম্মেলনে এসে উইন্ডোজ-এর দুই কাণ্ডারিই বলেন নন ফিকশনের প্রতি নিজেদের দুর্বলতার কথা। প্রযোজক হিসেবে দুজনের জার্নিই শুরু হয় নন ফিকশনের হাত ধরে। এবার বেশ অনেকদিন পর আবার পুরনো ভূমিকায় ফিরতে চলেছেন শিবপ্রসাদ এবং নন্দিতা রায়। ফলে, দুজনেই দারুণ খুশি।
‘রান্নাবান্না’র কনসেপ্ট জিনিয়া মুখোপাধ্যায়ের। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন শোভনা গুহ (নিপা)। নন ফিকশন তৈরির কাজে নিপার জাদু আজ থেকে নয়, অনেকদিন আগে থেকেই উপভোগ করেছেন দর্শক।
এবারও তাঁর হাতের জাদুতে সুস্বাদু হয়ে উঠবে ‘রান্নাবান্না’ এমন আশা করা বাতুলতা নয়। তার উপর সঙ্গে আছেন তনিমা সেন। মজার কথায় আর মিষ্টি হাসিতে মানুষের মন মজাতে তিনি সিদ্ধহস্ত। তার উপরে বাস্তবজীবনেও তিনি দারুণ রন্ধন পটীয়সী।
নিজেই জানালেন- “সকাল ৮ টায় কলটাইম থাকলেও সকাল সাড়ে ৭ টা অবধি যতটা পারি রেঁধে আসি। কারোকে চা করে দেওয়ার থেকে বেশি ভালো লাগে কাওকে রেঁধে খাওয়াতে।”…
১৬ মার্চ থেকে সোম থেকে শনি বিকেল ৪ টেয় স্টার জলসার পর্দায় দেখতে ভুলবেন না ‘রান্নাবান্না’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584