বাদল সরকারের নাটক অবলম্বনে নবীন পরিচালকের ‘শহরের উপকথা ’

0
352

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Tolly actor | newsfront.co
বাঁ দিক থেকে দেবরঞ্জন নাগ, রাহুল ব্যানার্জি, অনিন্দ্য ব্যানার্জি

সম্প্রতি শুটিং শেষ হল আসন্ন বাংলা ছবি ‘শহরের উপকথা’র। নবীন পরিচালক বাপ্পার এটি প্রথম ছবি।
বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ লেখা হয় ১৯৬৫ সালে।

Bengali actor | newsfront.co
বাঁ দিক থেকে পরিচালক বাপ্পার সঙ্গে অনিন্দ্য ব্যানার্জি এবং অরিত্র দত্ত

সেই নাটক আজও প্রাসঙ্গিক বলে মনে করেন পরিচালক বাপ্পা৷ আর তাই তাঁর প্রথম কাজ ‘শহরের উপকথা’। এই ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের জাতীয়পুরষ্কার প্রাপ্ত চিত্রনাট্যকার আসরাফ শিশির।

Lama Haldar | newsfront.co
পরিচালকের সঙ্গে লামা হালদার

বাপ্পা আশাবাদী যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম ছবির প্রয়োজনীয়তা আছে। আর তাই সকলের ভাল লাগবে এই অন্যধারার ছবি। প্রযোজনায় ‘শ্রী কৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস’ এবং সহ প্রযোজনায় ‘রক্ষিত’স এন্ড সন্স প্রোডাকশান’।

Telly Actress | newsfront.co

প্রথম ছবি ‘শহরের উপকথা’ নিয়ে পরিচালক বাপ্পা জানিয়েছেন- “আমি কেন বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ নিয়ে ছবি তৈরি করলাম, এর উত্তর আগে দিই। মূলত নাটকটি লেখা হয়েছে ১৯৬৫ সালে। কিন্তু আজ ২০২১ -এও খুবই প্রাসঙ্গিক এই নাটক। সামাজিক অবক্ষয়ের গল্প।

movie Shareer upkatha | newsfront.co
বাঁ দিক থেকে বাসবদত্তা চ্যাটার্জি, অনিন্দ্য ব্যানার্জি, জয় সেনগুপ্ত

আমাদের জীবনে নিজেদের প্রতিদিনের রুটিনের বাইরেও অনেক কিছু ঘটে চলেছে। ঘটে যাওয়া নানা অন্যায়ের বিরুদ্ধে আমরা শুধুই সোশ্যাল মিডিয়ায় নানা কথায় প্রতিবাদ জানাচ্ছি কিংবা আমাদের কিছুই করার নেই বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দৈনন্দিন জীবনযাত্রার বাইরেও যে সকল কর্মকাণ্ড সমাজকে অবলীলায় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে কি কিছুই করার নেই আমাদের? সেই কথাই বলে এই গল্প।

Shooting spot | newsfront.co

ইকোনোমিকাল ও সেক্সচুয়াল ক্রাইসিসের মধ্যে থেকে মানুষ প্রতিদিন নিজেদের মৃত্যুর পথ সুপ্রশস্ত করছে। আর তাই নিজেদের বেঁচে থাকার উদ্দেশ্যকে কোথাও ভুলে গিয়ে বেঁচে থাকছে অর্থাৎ মরে বেঁচে আছে, তাই যদি বেঁচে থাকতে হয়ে তাহলে বাঁচার মতো করে বাঁচব, না হলে মরে যাব। মূলত মানুষের কঠিন বিবেককে আয়নার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি এই ছবিতে। এই ছবি বানানো সফল হবে তখনই যখন দর্শক এই সত্যিটার সম্মুখীন হবে।

Bangla cinema | newsfront.co

মহাভারতে নিশাদ আর তাঁর সন্তানদের পুড়িয়ে হত্যা করা থেকে সিরিয়ার ক্ষুধার্ত লক্ষ লক্ষ শিশুর যন্ত্রণা আজ কঠিন বাস্তব! এটাই গোটা পৃথিবীর বাকি ইতিহাস।” প্রথম ছবিতেই তাঁর এমন এক জটিল গল্প নিয়ে কাজ করার সাহসিকতাকে সাধুবাদ জানাতেই হয়।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্যা ইয়ার পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ

Rahul Banerjee | newsfront.co
রাহুল ব্যানার্জি
Bidipta chakraborty | newsfront.co
বিদীপ্তা চক্রবর্তী

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রাহুল ব্যানার্জি, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য ব্যানার্জি, শুভাশিস মুখার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, রজত গাঙ্গুলি, লামা হালদার, প্রদীপ ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, সন্দীপ মণ্ডল, অরিত্র দত্ত, অর্পণ বসু শুভাশিস ব্যানার্জি সহ আরও অনেকে।

Sharer Upakatha | newsfront.co

ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পর রয়েছে এই ছবির বানিজ্যিক মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here