দুই পারের অনুভব মিশিয়ে আসছে মিউজিক অ্যালবাম ‘অনুভবে’

0
112

নবনীতা দত্তগুপ্ত, বিনোদনঃ

ভারত-বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী, সুরকার তথা সঙ্গীত পরিচালক রাজা কাশেফ এবং ওপার বাংলার স্বনামধন্য ব্রিটিশ গায়িকা রুবায়াত জাহানের নাম জানেন না এমন মানুষ বিরল।

music album | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এঁদের দ্বৈতকণ্ঠে গাওয়া মিউজিক অ্যালবাম ‘অনুভবে’ সঙ্গীত রসিকদের মন ভরাতে আসছে আগামী ৫ই মার্চ। তার আগে কলকাতায় এসেছিলেন সঙ্গীতের এই দুই কারিগর।

Rubayat | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

২০১৩-তে ‘মেরি পরদেশি বাবু’ ছিল রুবায়াতের প্রথম গানের অ্যালবাম। প্রথম প্লেব্যাক করেন হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ছবি ‘রাত্রির যাত্রী’তে।

Raja Kaasheff | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল ইউনাইটেড কিংডম’-এর ফাইনালিস্ট ছিলেন তিনি। ব্রিট এশিয়া টিভির এশিয়ান সুপারস্টার হন রুবায়াত।

Rubayat Jahan | newsfront.co
রুবায়াত জাহান। ছবিঃ প্রতিবেদক

আমেরিকান বেসড সিঙ্গার-কম্পোজার রাজা কাশেফ হিন্দি, বাংলা, ইংরেজি এবং উর্দুতে গান কম্পোজ করেছেন। ২০১৯-এ তিনি রুনা লায়লার সঙ্গে আগামী সব অ্যালবামে কাজ করার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ শ্রীময়ীর জীবনে বসন্তের হাওয়া নিয়ে হাজির রোহিত সেন

‘রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফর এভার’-এর সঙ্গীতায়োজন করেন তিনি। সেখানে উঠে এসেছে আশা ভোঁসলে, রাহাত ফতে আলি খান, আদনান স্বামী, হরিহরনের মতো কিংবদন্তিরা।

রুবায়াত এবং কাশেফের যুগলবন্দিতে শ্রোতার দরবারে এসেছে মেরি পরদেশি বাবু, শ্রাবণে, কো যাওঁ, সাথে রবে তুমি।  আর এবার দুই পারের অনুভব মিলিয়ে আসছে শিল্পীদ্বয়ের দ্বৈতকণ্ঠে ‘অনুভবে’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here