শ্রীময়ী এবার হিন্দিতেও

0
258

মোহনা বিশ্বাস, বিনোদনঃ

জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী এবার আসছে হিন্দিতেও। হিন্দিতে এই ধারাবাহিকের নাম ‘অনুপমা’। ইতিমধ্যেই ‘অনুপমা’র প্রোমো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই হিন্দি ধারাবাহিকটিতে অনুপমা’র ভূমিকায় অভিনয় করছেন রূপালি গাঙ্গুলি।

Anupama new serial | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

অনুপমার স্বামীর ভূমিকায় দেখা যাবে সুধাংশু পান্ডেকে৷ ’শ্রীময়ী’ এবং ‘অনুপমা’ ধারাবাহিক দুটির গল্প প্রায় একই। একটি গুজরাতি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’।

আরও পড়ুনঃ যাত্রা শুরু বোম্বাগড়ের পথে, হাজির পোস্টার

প্রোমো দেখে বোঝাই যাচ্ছে যে, এই ধারাবাহিকে দেখা যাবে একজন গৃহবধূ, যিনি নিজে সারাজীবন শুধু সংসারের কথাই ভেবেছেন৷ সংসারের সবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন৷

কিন্তু কোনও দিনই সংসারের কারও কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি। তার মনের মধ্যে কি চলে সে খবর রাখে না সংসারের কেউ, এমনকি তার স্বামীও অবহেলা করে তাকে। তবে এখানেই থেমে যাওয়ার মানুষ নয় অনুপমা। শেষপর্যন্ত সে রুখে দাঁড়াবেই।

‘শ্রীময়ী’র মতো ‘অনুপমা’র গল্পও বেশ মজবুত। তবে বর্তমানে শ্রীময়ী হাই টিআরপির ধারাবাহিক। ‘অনুপমা’ও কি পারবে এতটা জনপ্রিয়তা অর্জন করতে? জানতে হল অবশ্যই চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। স্টার প্লাসে শীঘ্রই আসছে ‘অনুপমা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here