মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প এবার টেলিপর্দায়। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো নজর কেড়েছে দর্শকের।
ধারাবাহিকে দুয়োরানির ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা রায়কে। সুয়োরানি কে হতে পারেন তা জানা যায়নি এখনও।লম্বা বিরতির পর আবার দুয়োরানির বেশে ফিরছেন সুদীপ্তা।
অবন ঠাকুরের রূপকথার গল্পকে পর্দায় নিয়ে এসে অসম্ভবকে সম্ভব করতে চলেছে জি বাংলা- এ কথা অনস্বীকার্য। প্রোমো দেখে বোঝাই যাচ্ছে যে এই রূপকথার কথার গল্পে থ্রিডি ব্যবহৃত হবে।
আরও পড়ুনঃ ‘কাদম্বিনী’তে রেট্রো লুকে, অন্য মেজাজে ঊষসী
গ্রাফিক্সের কাজ রূপকথার গল্পে এর আগেও দেখেছেন টেলিপর্দার দর্শক, এবার দেখবেন থ্রিডি! ‘ক্ষীরের পুতুল’ গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে বাঁদর। গল্পটি খুব বেশি বড় না হলেও অনেক চরিত্রের আগমন ঘটবে এই গল্পে।
রাজা সুয়োরানির জন্য উপহার কিনতে যাবেন সেই দেশগুলিতেও আলাদা আলাদা গল্প থাকতে পারে। ধারাবাহিকে দুয়োরানির চরিত্রে যে সুদীপ্তা রায়কে দেখা যাবে তা প্রোমো দেখেই স্পষ্ট বুঝতে পারছেন দর্শক।
তবে রাজা ও সুয়োরানির চরিত্রে কাদের দেখা যাবে তা চমক হিসেবে রেখেছে চ্যানেল। গল্পের বাস্তবতা বজায় রেখে জি বাংলা ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584