ওয়েব সিরিজে হাজির ‘অতৃপ্ত আত্মা’র হাতছানি

0
259

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ওয়েব সিরিজে এবার হাজির অতৃপ্ত আত্মার গল্প। দর্শক থ্রিলার দেখতে ভালোবাসেন৷ এবার ভৌতিক থ্রিলার হাজির দর্শকের সামনে।
‘আড্ডা টাইমস’-এ ৩১ জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হয়েছে ‘লিপলক’ নামের একটি ওয়েব সিরিজের। পরিচালকের ভূমিকায় সায়ন দাশগুপ্ত। বাংলা এবং হিন্দি ভাষায় দেখানো হচ্ছে সিরিজিটি।
Liplock web series | newsfront.co
‘লিপলক’ সিরিজের একটি দৃশ্য। ছবিঃ প্রতিবেদক
সিরিজের প্রোটাগনিস্ট রণ। সে তার মাকে খুন করে। সেই খুনের মুহূর্ত বারবার হাতছানি দেয় তাকে। এ ছাড়াও তার জীবনে রয়েছে আরও অনেক অন্ধকার দিক। সেই দিকগুলোই একে একে ধরা দেবে ‘লিপলক’-এ। পাশাপাশি এই অন্ধকার দিকগুলির সঙ্গে কীভাবে জড়িয়ে আছে রণর মায়ের অতৃপ্ত আত্মা, সেটা জানতে হলে দেখতে হবে ‘লিপলক’।
Liplock | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
রণর চরিত্রে অভিনয় করছেন সৌমেন বসু। এ ছাড়াও আছেন চাঁদনি সাহা, অনন্যা দাস। সৌমেন ইতিমধ্যেই ওয়েবে নিজের আইডেনটিটি গড়ে তুলেছেন। এর আগে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’, ‘ইন দেয়ার লাইফ’, ‘ভালোবাসার শহর’ নামের ওয়েব সিরিজগুলিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।
Chadni Saha | newsfront.co
অভিনেত্রী চাঁদনি সাহা। ছবিঃ প্রতিবেদক
এবার একেবারে অপরাধীর চরিত্রে। কিন্তু আদৌ কি রণ অপরাধী? নাকি এর পিছনে রয়েছে অন্য রহস্যের জাল? উত্তর দেবে ‘লিপলক’।
প্রসঙ্গত, এই সিরিজের হাত ধরে নিজের ইমেজ ভাঙলেন চাঁদনি সাহা। ‘মনসা’ চরিত্রের দৌলতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু মনসা কেন? শাপলা চরিত্রটিও যথেষ্ট ভাল ভাবে চরিত্রায়ণ করেছেন তিনি। এমনকী ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকেও নীলিমা চরিত্রে অন্যরকম শেডে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু এই ওয়েব সিরিজে তাঁর ভূমিকাটা একেবারে অন্যরকম।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here