করোনা নিয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দফতর

0
39

নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জেলায় চা বাগান, আর্মি, বি এস এফ ও এস এস বির হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার জন্য আবেদন জানালো আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। শনিবার আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে করোনা ভাইরাস নিয়ে একটি বৈঠক হয়।

corona virus | newsfront.co
স্বাস্থ্য দফতরের বৈঠকে উচ্চ আধিকারিকরা। নিজস্ব চিত্র

এই বৈঠকে আলিপুরদুয়ার জেলার সব হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এস এস বি, বি এস এফ , বায়ুসেনা ও চা-বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি এদিনের বৈঠকে চা-বাগান ও সেনা বাহিনীর সব বিভাগের স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত করার আবেদন জানান জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।

আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে সেমিনার ভগবানগোলায়

এই বৈঠকে করোনা নিয়ে সচেতনতা ও সতর্কতা মুলক ব্যবস্থা গ্রহনের উপরও জোর দেওয়া হয়েছে।
এদিন আলিপুরদুয়ারের ডেপুটি সি এম ও এইচ ২ সুবর্ন গোস্বামী জানিয়েছেন, “ করোনা নিয়ে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আমরা এস এস বি, বি এস এফ , আর্মি, বায়ু সেনা ও চা-বাগান কর্তৃপক্ষের কি কি স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে তা জেনে নিয়েছি। এর পাশাপাশি সব জায়গায় স্বাস্থ্য পরিকাঠামোকে প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জেলাতে কোন ব্যাক্তির শরীরে করোনার উপস্বর্গ পাওয়া যায়নি। তবে সাবধানতা অবলম্বনের জন্য একজনকে আলাদা করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।”

জানা গেছে, ভুটানে করোনা আক্রান্ত মার্কিন নাগরিকের সঙ্গে একই বিমানে গৌহাটি থেকে ভুটানের পারো বিমানবন্দরে এসেছিলেন আলিপুরদুয়ার জেলার এক বাসিন্দা। তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষন করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here