জ্যোতি বসুর নামাঙ্কিত ফলক উপড়ে ফেলা ঘিরে চাপানউতোর

0
61

সুদীপ পাল,বর্ধমানঃ

১৯৯৯-র ২৩ জুন ঝকঝকে রাজ্য সড়কের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে প্রায় ১২৫ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার ১৭০ কিলোমিটার দীর্ঘ, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ মাধ্যম পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের আমূল সংস্কার করা হয়েছিল।

নিজস্ব চিত্র

দার্জিলিং মোড়ে উদ্বোধনের ফলক লাগানো হয়েছিল। সেই ফলক এখন উপড়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য  অলোক ভট্টাচার্য বলেন, ‘আমাদের অনুমান তৃণমূলই এই কাজ করেছে।’ সিপিএমের এই মন্তব্যের প্রতিবাদ করে তৃনমূল ব্লক নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন এটা কিভাবে হয়েছে তা জানা নেই হয়তো সিপিএম নিজেই করা করিয়েছে খবরে আসার জন্য। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে প্রশাসন এই ফলক পুনঃস্থাপন করবে বলেন কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here