ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দ্যা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সংক্ষেপে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০১৯- এর ফল প্রকাশ করল।
Union Public Service Commission Civil Services Examination 2019 result announced pic.twitter.com/qHStgqaa9U
— ANI (@ANI) August 4, 2020
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে লিখিত পরীক্ষা হয়। ২০২০এর ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চলে ইন্টারভিউ প্রক্রিয়া।তার ভিত্তিতেই আজ ইউপিএসসি-
১. ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
২. ইন্ডিয়ান ফরেন সার্ভিস
৩. ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ও
৪. সেন্ট্রাল সার্ভিস (গ্রুপ এ এবং গ্রুপ বি)-তে নিয়োগের ফল প্রকাশ করল।
এই পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছেন প্রদিপ সিং। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে যতীন কিশোর এবং পবিত্র ভার্মা।
আরও পড়ুন:করোনা পরিস্থিতি:দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে ভারত
জেনারেল ৩০৪, ইডাব্লিউএস(EWS)৭৮, ওবিসি ২৫১,এসসি ১২৯ এবং এসটি ৬৭ মিলিয়ে মোট ৮২৯ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য রেকমেন্ড করল ইউপিএসসি কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584