নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘উড়ান’একটি সাংস্কৃতিক সংস্থা। তবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উড়ানের তৈরি হয়েছে সামাজিক পরিচিতিও। লকডাউন কনসার্ট-এর মাধ্যমে তারা লকডাউনের শুরুর দিন থেকেই ব্লাড ডোনার জোগাড় করার কাজ করে চলেছে। ইতিমধ্যেই ‘উড়ান’ প্রায় ষাট জন থ্যালাসামিয়া রোগীর জন্য হাসপাতালে পৌঁছে দিয়েছে রক্তদাতা।
লকডাউন কনসার্ট-এ ইতিমধ্যেই এসেছেন দেশ বিদেশের নানান শিল্পী। তার মধ্যে রয়েছেন লোক শিল্পীরাও। ডাক্তারবাবুরা এসেছেন এই সময়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে। প্রশাসনিক কর্তাব্যক্তিরা এসেছেন এই মুহূর্তে আমাদের কী করা উচিত সেই বিষয়ে সঠিক দিশা দিতে।
আর এবার, ২১ জুন ‘উড়ান’ ঘটিয়ে ফেলেছে এক ঐতিহাসিক কাণ্ড! এদিন ছিল ‘বিশ্ব সঙ্গীত দিবস’। ভাষা, কাল, সীমানার গণ্ডি পেরিয়ে ‘উড়ান’ আয়োজন করে ‘মিউজিক্যালি ইউরস- গ্লোবাল মিউজিক সামিট’। ‘উড়ান’- এর অফিসিয়াল ফেসবুক পেজ-এর এই লাইভ প্রোগ্রামে হাজির হন পাঁচটি দেশের ছয় জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী।
আরও পড়ুনঃ প্রতারণার কাঠগড়ায় অভিনেত্রী শ্রাবন্তী!
অনুষ্ঠানের শুরুতেই ‘উড়ান’- এর পক্ষ থেকে সঞ্চালক অনুপ বিশ্বাস জানিয়ে দেন উড়ান এর সামগ্রিক কর্মকাণ্ডের কথা। এবং পরিচয় করান দেশ বিদেশের শিল্পীদের সঙ্গে। গ্রিস থেকে উপস্থিত ছিলেন থিওলোগাস অ্যানাগনস্টোপুলাস, ইউ.এস.এ থেকে ছিলেন নাদীম আমিন, বাংলাদেশ থেকে আকাশ দাস, ইন্দোনেশিয়া থেকে কাকে খোলিস এবং ভারতবর্ষের সিকিমের আদিত্য প্রধান ও কলকাতা থেকে প্রবীর বিশ্বাস।
আরও পড়ুনঃ সবটাই শ্রীলেখার কল্পনাপ্রসূতঃ অশোক ধানুকা
উপস্থিত অতিথিরা অনুষ্ঠান জমিয়ে দেন নিজেদের স্থানীয় সুর, গান ও বাদ্যযন্ত্র দিয়ে। তৈরি হয় অদ্ভুত এক মুগ্ধতা, যেখানে কোনও কাঁটাতার নেই, বেড়া জাল নেই, নেই কোনও ভাষার বিভেদ। ভাষা সেখানে একটাই, ‘মিউজিক’।
গানের ফাঁকে ফাঁকে আলোচনায় উঠে আসে সেই কথাই “music has no language, music has only its own language”। আয়োজক সংস্থা ‘উড়ান’- এর অনুপ বিশ্বাসকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন- “আসলে এরকম পরিকল্পনার আলাদা করে কোনও কারণ নেই। বিশ্ব সঙ্গীত দিবস পালন ঠিক কী রকম হওয়া উচিত সেটাই আমরা দেখাতে চেয়েছিলাম ‘উড়ান’-এর সকল ভালোবাসার মানুষদের কাছে। তাই এই আয়োজন। আর ‘উড়ান’-এর সকল ইভেন্টে নতুনত্বের ছাপ থাকে, এটি তারই একটি ঝলক। আর এত মানুষ লাইভ-এ উপস্থিত থেকে যে একটা মাইল ফলক তৈরি করবেন ভাবতে পারিনি।” আর তাই, ‘উড়ান’ এবারের বিশ্ব সঙ্গীত দিবসকে জেলা তথা রাজ্যের কাছে তৈরি করেছে এক গর্বের বিষয় হিসেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584