নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ
স্বপ্ন সেটাই দেখা যায় যেটা বাস্তবায়ন করা সম্ভব।ওলা , উবের মত কয়েকশ কোটি টাকার পুঁজি নেই কিন্তু সাহস আছে ওদের।ওদের মানে উড়ান।ঠিকঠাক অ্যাপ বানাতে প্রচুর টাকা লাগবে,নেই।উপায় বের করে ফেলেছেন জুল মুখার্জী, উড়়ানের কর্নধার। একটা মিস কল করবেন পৌঁছে যাবে বাইক।দক্ষিণ কলকাতা থেকে যাত্রা শুরু হচ্ছে আগামী রবিবার।যদিও ওনাদের মুল লক্ষ্য জেলা সদর শহর গুলি।কারন জিজ্ঞেস করায় বললেন, “প্রচুর মানুষ সেলসের কাজে জেলা সদর বা জেলা শহর গুলোতে যায় সেখানে তাদের কম সময়ে অনেক যায়গায় পৌঁছতে হয়।রিক্সা বা অটো বা টোটোতে অনেক সময় লেগে যায়।এখানটাই আমরা সস্তা ও দ্রুত যোগাযোগের জন্য আসছি এবং একই সাথে মফস্বলের যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো আশা করি।
আরও পড়ুনঃ সোশাল মিডিয়ার অপব্যবহারে বিশ্বে প্রথম ভারতঃ মাইক্রোসফটের রিপোর্ট
কলকাতা ছাড়াও তাদের লক্ষ্য বর্ধমান, দূর্গাপুর, আসানসোল, বহরমপুর ও শিলিগুড়ির মত শহরগুলি।জুলের সাথে উদ্যোগের সাথী হয়েছে শুভ্র অঙ্কুর আমির রিতম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584