শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা। এই বাংলায় তাই বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। তেমনি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ধল দিঘির করম আলি টাট শা ফকিরের উরস উৎসব।
আরও পড়ুনঃ দুবাইতে ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগীতায় আলিপুরদুয়ারের রাকেশ
রবিবার থেকে এই শুরু হল করম আলি টাট শা ফকিরের উরস উৎসব । দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ধলদীঘি এলাকায় বসে এই করম আলি টাট শা ফকিরের এর উরস। শতাব্দীপ্রাচীন এই উৎসব উপলক্ষ্যে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে পীরের মাজার চত্বর।
প্রতিবছর ২৫ মাঘ করম আলি টাট শা ফকিরের উরস উৎসব উপলক্ষ্যে ধলদিঘিতে ডগা পুজোর মধ্য দিয়ে পীর সাহেবের মাজারে সিন্নি দিয়ে থাকেন হিন্দু,মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ। জমে ওঠে মেলা। আর এই মেলা চলে বেশ কয়েকদিন ধরে।
মেলাতে বসেছে বিভিন্ন দোকানপাট , বসেছে নাগরদোলা, ব্রেকড্যান্স, শিশুদের খেলার নানান সরঞ্জাম সহ আরো অনেক দোকান। মেলাতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মেলা চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
মেলা শুরু হওয়ার আগে মেলা প্রঙ্গনের স্থান ঘুরে দেখেছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। রবিবার থেকেই শুরু হলো এই মেলা চলবে আগামী ৭দিন পর্যন্ত। মেলাতে আগমন হয়েছে প্রচুর ভক্তদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584