নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুরের উর্দু অ্যাকাডেমিকে কোভিড হাসপাতাল তৈরির অনুমোদন দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। আগেই এই উর্দু অ্যাকাডেমি ইসলামপুরের কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত হলেও এখানে করোনা চিকিৎসা হচ্ছিল না। জেলার একমাত্র করোনা হাসপাতাল রয়েছে রায়গঞ্জে। এবার ইসলামপুরের কোভিড হাসপাতালের অনুমতিতে সবুজ সংকেত দিয়েছে রাজ্য।
তবে সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রাখা হয়েছে। ইসলামপুরের এই কোভিড হাসপাতালে জটিল করোনা রোগের চিকিৎসা হবেনা। এখানে কেবল করোনা আক্রান্ত সাধারণ রোগীদের সেখানে চিকিৎসা হবে বলে জানিয়েছেন ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল।
আরও পড়ুনঃ করোনা জয়ের লক্ষ্যে কলকাতায় প্রথম মেডিকা হাসপাতালে তৈরি হচ্ছে প্লাজমা ব্যাঙ্ক
সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদপ্তর ইসলামপুরে উর্দু অ্যাকাডেমিতে ১০০ বেডের হাসপাতাল তৈরির অনুমোদন দিয়েছে। ইসলামপুরে আরেকটি হাসপাতাল তৈরির অনুমোদন দিলেও এখনই সেখানে জটিল করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে না।
আরও পড়ুনঃ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে ৫২৭ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
শুধুমাত্র সাধারণ করোনা রোগীদের ১০ দিন চিকিৎসার ব্যবস্থা করা হবে। দশ দিন অতিক্রান্ত হবার পর সেই রোগীকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, উর্দু অ্যাকাডেমিতে এখনই করোনার জটিল চিকিৎসা না হলেও আগামীতে সেটি পূর্নাঙ্গ হাসপাতাল তৈরির পরিকল্পনা আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584