নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশিষ্টজনদের একে একে কেড়ে নিচ্ছে ২০২০। এ মৃত্যুমিছিল বোধহয় শেষ হওয়ার নয়। শিল্পজগতে আবারও নক্ষত্রপতন হল। করোনা মহামারীর মধ্যেই প্রয়াত হলেন বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্দোরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
গতকাল অর্থাৎ সোমবার তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে রাখা হয়। তাঁর পুত্র জানিয়েছিলেন, বেশ কিছুদিন যাবৎ তিনি হৃদ রোগে ভুগছেন সঙ্গে তাঁর ডায়াবেটিসও রয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইন্দোরের ওই বেসরকারি হাসপাতালের ড. বিনোদ ভান্ডারী টুইট করে শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
Renowned Urdu poet #RahatIndori passes away; he was being treated for #COVID19, dies of heart attack in a Indore hospital at 5 pm today pic.twitter.com/QQ3PM8coP9
— DD India (@DDIndialive) August 11, 2020
হাসপাতালের চিকিৎসকরা জানান, রাহাত ইন্দোরি-র পরপর দু’টি হার্ট অ্যাটাক হয়, যার ফলে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। রবিবার হাসপাতালে ভর্তি করা হয় এই উর্দু কবিকে। হাসপাতালে তাঁর কোভিড টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুনঃ অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে মেয়ের সম অধিকারঃ সুপ্রিম কোর্ট
এছাড়াও, তিনি ৬০ শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত হন। গতকাল তাঁর শারীরিক অবস্থার খবর পেয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। রাহাত ইন্দোরি নিজেই করোনা পজিটিভ আসার খবর টুইট করে জানিয়েছিলেন।
একজন শ্রেষ্ঠ উর্দু কবি হিসাবেই বেশি পরিচিত ছিলেন রাহাত ইন্দোরি। তাঁর কাছে প্রেম একটি পরিতোষ, ভালবাসা আবার ব্যথাও। প্রেমের কবিতায় তাঁর ঝুলি পরিপূর্ণ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল। বিশিষ্ট কবির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584