বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে ঊর্মি-সাত্যকি

0
246

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

টিভির পর্দায় ফের বিয়ের সানাই বাজছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে সাত্যকি এবং ঊর্মি। যদিও এই বিয়েতে ঠিক মত নেই ঊর্মির। তবু বিয়েটা করতে হচ্ছে তাকে। আছে একটা জম্পেশ কারণ। তার হবু শ্বশুর মশাইয়ের একটা বড় ভূমিকা আছে ঊর্মির এই বিয়েতে রাজি হওয়ার৷ কী সেই কারণ? সেটাই তো চমক।
বিয়ে মানেই একটা না একটা গণ্ডগোল। নিয়ম-আচার নিয়ে গণ্ডগোল বাধে ঊর্মি আর সাত্যকির পরিবারের সদস্যদের মধ্যে। শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।

Urmi Satyaki
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে ঊর্মি-সাত্যকি

বিয়ে ঘিরে নানা ঘটনার ঘনঘটায় সমৃদ্ধ হবে ১৬ জুলাইয়ের মহাপর্বটি৷ রাত ১০ টা থেকে এক ঘণ্টার মহাপর্ব দেখবে দর্শক। এবং ১৯ থেকে ২৩ জুলাই গোটা সপ্তাহ জুড়ে থাকবে বিয়ে ঘিরে দারুণ সব পর্ব।

মেগা সিরিয়াল মানেই কোনও না কোনও ইভেন্ট ঘিরে মজা, হৈ হৈ। এবারও ঘটতে চলেছে তেমনই কিছু।
অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জির জুটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে টেলিদর্শকের মনে। তরতরিয়ে বাড়ছে তাঁদের ফ্যান ফলোয়ারের সংখ্যা। বাড়ছে জনপ্রিয়তা।

আরও পড়ুনঃ বলিউডের বড় খবর! এক ফ্রেমে সঞ্জয় দত্ত-শাহরুখ খান

সেই জনপ্রিয়তার ডানায় ভর করেই জমছে ঊর্মি-সাত্যকির না বলা ভালোবাসা আর অনুভূতি। ওদিকে সাত্যকির ছাত্রী ভালোবাসে সাত্যকিকে। সে কী ভাবে মেনে নেবে এই বিয়ে? জানতে হলে দেখতে থাকুন ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’, প্রতি সোম থেকে শুক্র রাত ১০ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here