স্থগিত উরুষ মোবারক

0
47

অভিজিৎ হাজরা, হাওড়াঃ

হাওড়া জেলার জয়পুর থানার অমরাগড়ি গ্ৰাম পঞ্চায়েতের ঘনশ্যামচক ওস্তাদজী পাড়ায় ঘনশ্যামচক খানকাহপাক কুল মশাইখানে তরিকতে জুমলা পীরের আস্তানার প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ সুফি হজরত আব্দুল ওয়াহেদ চিস্তি কাদেরী মেজলা শাহাজাদা গদ্দিনশীন পীরে কামেল শাহ সুফি হজরত মৌলানা সেখ জহুরুল হক কিস্তি কাদেরি বাৎসরিক উরুষ মোবারক ৭ বৈশাখ ১৪২৭ (২০ এপ্রিল ২০২০) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নোভেল করোনা ও ২ য় পর্যায়ের লক ডাউনের কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হল।

Urus | newsfront.co
নিজস্ব চিত্র

পীরের শীলসীলা অনুসারে ঐ দিন সরকারি সমস্ত রকম নিয়মকে মান্যতা দিয়ে কেবলমাত্র ফুল সিন্নি ও নিয়াজ ফতেহা করা হবে সামাজিক দূরত্ব বজায় রেখে বলে জানা গেছে। বিশ্বের সকলের জন্য সুস্থতা-মঙ্গল-সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন সেবাইত ও পৌত্র সেখ রেজাউল ওয়াহেদ মনিরুল হক।

আরও পড়ুনঃ মাস্ক না পড়লে মিলবে না বাজার, সিদ্ধান্ত রায়গঞ্জ পুরসভার

হক সাহেব নোভেল করোনা থেকে রক্ষা পেতে কেন্দ্র ও রাজ্য সরকারের সকল বিধিনিষেধ সকলকে মেনে চলার আহ্বান জানান। সামনেই পবিত্র রমজান মাস। এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমরা ১ মাস ব্যাপী রোজা তথা উপবাস পালন করবেন, সেই সঙ্গে পালন করবেন তারাবির নামাজ। হক সাহেব ধর্মপ্রাণ মুসলিমদের আহ্বান জানিয়ে বলেন,” সরকারি বিধি নিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের বাড়িতে ইফতার ও তারাবির নামাজ এবং জুম্মার নামাজ পালন করুন। কোন ভাবেই যাতে মসজিদ গুলিতে জমায়েত না হয় তার জন্য সচেষ্ট থাকতে হবে”।

তিনি”জাতি ধর্ম-বর্ন-গোত্র নির্বিশেষে দরিদ্রদের সাহায্যের জন্য পবিত্র রমজান মাসে ইফতারের খরচ বাঁচিয়ে ও জাকাত ফেতরা, সদকার,অর্থ দিয়ে খাদ্য সামগ্রী সরবরাহের জন্য আহ্বান জানান ধর্মপ্রাণ মুসলিমদের”। খানকাহ শরিফের সকল ভক্ত-শিষ্য-মুরিদান ও মেহমানদের হক সাহেব মোবারকবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here