শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
পেগাস্যাস স্পাইওয়্যার নির্মাণকারী ইস্রায়েলি সংস্থা এনএসও-কে কালো তালিকাভুক্ত করলো মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি আন্তর্জাতিক স্তরে বহু অভিযোগ উঠেছে এই সংস্থার তৈরি স্পাইওয়্যার পেগাস্যাস-কে ঘিরে। অভিযোগ, বিভিন্ন উচ্চ পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে বিশিষ্ট সাংবাদিক অনেকেই এনএসও-র তৈরি পেগাস্যাস স্পাইওয়্যার-এর নজরদারির শিকার হয়েছেন। এরপরেই এমন সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ।
এছাড়াও, অভিযোগ যেসমস্ত স্মার্টফোন পেগাস্যাস স্পাইওয়্যার এর নজরদারির শিকার হচ্ছে সেগুলি কার্যত ‘পকেট স্পাইং ডিভাইস’- এ পরিণত হচ্ছে। ফোনের মেসেজ পড়ে ফেলা থেকে শুরু করে গ্যালারির যাবতীয় ছবি ভিডিও দেখে নেওয়া, লোকেশন ট্র্যাক করতে পারবে এই স্পাইওয়্যার নিয়ন্ত্রক। এমনকি যার ফোন তার অজান্তেই চালু হয়ে যাবে ফোনের ক্যামেরাও।
আরও পড়ুনঃ ফেস রিকগনিশন বন্ধ করছে ফেসবুক, বিলিয়ন মানুষের ডেটা মুছে ফেলার সিদ্ধান্ত
এর শিকার হয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, পাশাপাশি বিশিষ্ট মানবাধিকার কর্মী , বহু সাংবাদিকরাও। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এনএসও-কে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিলো মার্কিন প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584