চুক্তিভঙ্গের অভিযোগে ইসরোকে জরিমানার নির্দেশ মার্কিন আদালতের

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উপগ্রহ চুক্তি ভঙ্গের অভিযোগে ইসরো-র বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশনের ওপর ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিল মার্কিন আদালত।

ISRO | newsfront.co
ফাইল চিত্র

২০০৫ সালে বেঙ্গালুরুর সংস্থা দেভাস মাল্টিমিডিয়া-র সঙ্গে চুক্তি হয় অ্যান্ট্রিক্সের । চুক্তি অনুযায়ী দু’টি কৃত্রিম উপগ্রহ বানানো, উৎক্ষেপণ, পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রামের জন্য ৭০ মেগাহার্ৎজ-এর বরাত দেওয়া হয় দেভাস-কে।

আরও পড়ুনঃ পুলওয়ামা দায় স্বীকার করে হত্যার কৃতিত্ব দাবি ইমরান মন্ত্রীসভা সদস্যের

দেভাস মাল্টিমিডিয়ার অভিযোগ ২০১১-তে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্ট্রিক্স। এরপরই অ্যান্ট্রিক্সের আইনগত ব্যবস্থা নেয় দেভাস। বেশ কয়েক বছর ধরে মামলা চলার পর সুপ্রিম কোর্টে মামলাটি যায়, সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালকে নির্দেশ দেয় মামলাটির নিষ্পত্তি করার।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়া বিক্রি দ্রুততর করতে ফের শর্তে বদল আনল মোদী সরকার

এরপরই দেভাস আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে অ্যান্ট্রিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত ২৭ অক্টোবর মামলার শুনানি হয়। আদালত অ্যান্ট্রিক্সকে নির্দেশ দেয় আসল ৫৬ কোটি ২৫ লক্ষ আমেরিকান ডলার এবং সুদ মিলিয়ে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দেওয়ার।

দেভাস মাল্টিমিডিয়ার তরফে জানানো হয়েছে যে, তিনটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিষয়টি বিশদে পর্যবেক্ষণের পর জানিয়েছে, অ্যান্ট্রিক্সের চুক্তি বাতিলের বিষয়টি সঠিক পদ্ধতিতে হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here