সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
এ যেন কখনও মেঘ কখনও রোদ। করোনা আবহে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ে বলা যায়। এদিন ভেন্টিলেটর দানের ইচ্ছা প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট, আর তাতেই যথেষ্ট অবাক হয়েছে ভারত। তারি মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপর একটি মন্তব্যে রীতিমতো উৎফুল্ল ভারত এবং আমেরিকা।
একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারির সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। ভ্যাকসিন তৌরির ক্ষেত্রে আমেরিকা ভারতের পাশে থাকবে এবং আমরা একসঙ্গে এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’
I am proud to announce that the United States will donate ventilators to our friends in India. We stand with India and @narendramodi during this pandemic. We’re also cooperating on vaccine development. Together we will beat the invisible enemy!
— Donald J. Trump (@realDonaldTrump) May 15, 2020
ট্রাম্পের এই পাশে থাকার বার্তায় রীতিমতো অবাক হয়েছে নয়াদিল্লি। ওয়াশিংটনের থেকে কোনো ভেন্টিলেটর চায়নি ভারত এমনটাই দাবি তাদের। সাংবাদিক বৈঠকে ভারত নিয়ে সরাসরি প্রশ্নের জবাবেও এ বিষয়ে ট্রাম্প কোনও উচ্চবাচ্য করেনি এদিন কিন্তু তার পরেই টুইট করে এমন সিদ্ধান্ত প্রকাশ করে অবাক আমেরিকাবাসীরাও। আপাতত ভেন্টিলেটরের সংখ্যা এবং কবে তা পাঠানো হবে, সে বিষয়ে আমেরিকার থেকে আরও তথ্য চেয়েছে ভারত। তবে ভেন্টিলেটর থেকেও প্রতিষেধক তৈরি’ নিয়ে ট্রাম্পের ঘোষণায় বেশি গুরুত্ব আরোপ করছে ভারত,সেই দিকেই তাদের মূল লক্ষ বলে জানান তারা।
ভারতের দুটি প্রথমসারির ফার্মাকিউটিক্যাল সংস্থা এবং আমেরিকার তরফে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ ও একটি বায়োটেকনোলজি সংস্থা এই প্রতিষেধক নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তরফে একটি টুইট করে বলেছে যে, “করোনার বিরুদ্ধে লড়াই এবং প্রতিষেধক খুঁজে বের করতে আমেরিকা এবং ভারত একসঙ্গে কাজ করছে। আমেরিকা ও ভারতের কৌশগলগত সহযোগিতা কখনও এত শক্তিশালী হয়নি।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584