অনলাইন ক্লাস করলে আমেরিকা ছাড়তে হবে বিদেশি পড়ুয়াদের

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠরত আন্তর্জাতিক পড়ুয়াদের নিয়ে এবার কড়া অবস্থান নিল ডোনাল্ড ট্রাম্প সরকার। জানিয়ে দিল, এফ-১ এবং এম-১ ভিসা নিয়ে পড়তে গিয়ে এই মুহূর্তে যাঁরা অনলাইন ক্লাস করছেন, তাঁদের আমেরিকায় থাকার ভিসা প্রত্যাহার করা হবে।

Foreign student | newsfront.co
প্রতীকী চিত্র

এবার থেকে আমেরিকায় আর অনলাইন ক্লাস করতে পারবেন না কোনো বিদেশী পড়ুয়া। নিজ নিজ দেশে ফিরে গিয়ে অনলাইনে ক্লাস করতে হবে ওই সমস্ত পড়ুয়াদের। এর আগে মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান করতে এইচ ওয়ান ভিসার উপরও কোপ পড়েছে। করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েরই অনলাইন ক্লাস হচ্ছে।

আরও পড়ুনঃ বাতিল করা যাবে না স্নাতক স্তরের পরীক্ষা, সিদ্ধান্ত ইউজিসির

গত কয়েক দিন ধরেই তার বিরুদ্ধে সওয়াল করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে, তবে আসন্ন শরতের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আগের মতো ক্যাম্পাসে ক্লাস শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মায়ানমারের খনিতে ধস, মৃত কমপক্ষে ১৬২ শ্রমিক

এমন কঠিন সময়ে সোমবার মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, ‘‘এফ-১ এবং এম-১ ভিসা নিয়ে এ দেশে থেকে সম্পূর্ণ অনলাইন কোর্স করা যাবে না। অনলাইনে পড়তে হলে এখান থেকে চলে যেতে হবে। নয়ত এমন কোনও জায়গায় নাম নথিভুক্ত করাতে হবে, যেখানে সশরীরে উপস্থিত থেকে ক্লাস করা যাবে। তা না হলে ওই সমস্ত পড়ুয়াদের ভিসা প্রত্যাহার করা হবে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here