২০০ বছরেরও বেশি সময় ধরে ভারতে রাজত্ব করেছে আমেরিকা, বিতর্কিত মন্তব্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

0
93

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বেশ কিছুদিন বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত। এবার নৈনিতালের রামনগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২০০ বছরেরও বেশি সময় ধরে ভারতে রাজত্ব করেছে আমেরিকা”। অনুষ্ঠানে রাওয়াত-এর এই বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Uttarakhand CM | newsfront.co
ছবিঃ টুইটার

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত তাঁর বহু বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। কদিন আগেই মেয়েদের ‘রিপড জিন্স’ পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এরপরই ব্রিটেন আর আমেরিকা গুলিয়ে ফেলে বলে বসলেন আমেরিকা ২০০ বছরেরও বেশি সময় ধরে ভারত শাসন করেছে। তিরাথ কোভিড১৯ অতিমারী নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভূত প্রশংসা করে বলেন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই ভারত অতিমারীর বিপর্যয় সামলে উঠতে পেরেছে। মোদী যেভাবে ত্রাণ ও অন্যান্য যাবতীয় সাহায্য নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তা অভাবনীয়।

আরও পড়ুনঃ ১৫০টি মন্দিরে অ-হিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা

তিনি এও বলেন যে মোদীর পরিবর্তে অন্য কোন প্রধানমন্ত্রী থাকলে ভারত এই ধাক্কা সামলাতে পারতো না। বলতে গেলে, নিজে ঢাল হয়ে দাঁড়িয়ে থেকে দেশের মানুষকে রক্ষা করেছেন তিনি। মোদীর প্রশংসা করতে গিয়েই করোনা অতিমারীতে অন্যান্য দেশের দুরবস্থার কথা তুলে ধরতে চান তিনি। অন্য দেশের প্রসঙ্গে বলতে গিয়েই উত্তেজনার বশে কিঞ্চিৎ স্মৃতি প্রতারণা করে মন্ত্রীর। ব্রিটেনের বদলে আমেরিকাকে দোষারোপ করে ফেলেন ২০০ বছরের ভারত শাসনের দায়ে।

আরও পড়ুনঃ আজব কান্ড! মোদী সরকারের প্রকল্পে নাকি ‘আত্মনির্ভর’ হয়ে উঠেছেন লক্ষ্মীদেবী

অন্যান্য দেশের করোনায় জীবনহানির সংখ্যা , আক্রান্তের সংখ্যার তথ্য দিতে গিয়েও ‘স্বাভাবিক ভাবেই’ ভুল তথ্য দিয়ে ফেলেন রাওয়াত। তিনি বলেছেন আমেরিকার মতো উন্নত চিকিৎসার দেশেও করোনায় মৃতের সংখ্যা ২.৭৫ লক্ষ। একটু ভুল বলেছেন রাওয়াত, আদতে সংখ্যাটা ৫.৪ লক্ষ হওয়ার কথা সে দেশের তথ্য অনুযায়ী।

ইতালির জনসংখ্যা ১২ কোটি, করোনায় মৃতের সংখ্যা ৫০ লক্ষ। এখনো পর্যন্ত সেদেশের করোনা পরিস্থিতি আয়ত্বে আনতে পারেনি ইতালি সরকার বরং সেখানে আরেকটি লকডাউন হতে চলেছে, এমনই আরেকটি ভুল তথ্য দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

প্রকৃত তথ্য বলছে, ইতালির জনসংখ্যা ৬.০৪ কোটি এবং করোনায় প্রাণ হারিয়েছেন ১ লক্ষের কিছু বেশি মানুষ। এরকম বিভিন্ন ভুল এবং বিতর্কিত মন্তব্য করতেই অভ্যস্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, তবে আমেরিকা ২০০ বছরেরও বেশি সময় ভারত শাসন করেছে, মন্ত্রীর এই মন্তব্যের ভিডিও দেখে বাকরুদ্ধ হয়েছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here