নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মার্কিন রাষ্ট্রপতি নিজের দেশকে কোভিড লড়াইতে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে ভারতকে হাতিয়ার করলেন শেষ অব্দি। ট্রাম্প এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের কোভিড তথ্য ব্যবহার করে প্রমাণ করার হাস্যকর চেষ্টা চালালেন আমেরিকাকে উন্নত প্রমাণ করার।
তিনি যুক্তি দেন ” ভারতের জনসংখ্যা ১.৪ বিলিয়ন, ভারতে কোভিড টেস্ট হয়েছে ১১ মিলিয়ন মানুষের। সেখানে আমেরিকার জনসংখ্যা ৩৩০ মিলিয়ন হলেও , টেস্ট হয়েছে ৬০ মিলিয়ন নাগরিকের।”
বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাতত্বের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড পরীক্ষার সংখ্যা বেশি হলেও; এই প্রক্রিয়া দীর্ঘসূত্রী হওয়া প্রয়োজন। কারণ সারা বিশ্বের নিরিখে বিচার করতে হলে সেখানে সংক্রমণের সংখ্যা ৪.৭ মিলিয়ন এবং মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার যা সারা পৃথিবীর মৃতের সংখ্যার এক চতুর্থাংশ।
আরও পড়ুনঃ এত বছর তাঁবুতে দিন কেটেছে, এখন থেকে মন্দিরে থাকবেন রামলালাঃ মোদী
প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবতঃ অতি পুরোন তথ্য ব্যবহার করেছেন ভারত সম্পর্কে। কোভিড ট্র্যাকার বা আইসিএমআর প্রদত্ত তথ্য অনুযায়ী ১৮ মিলিয়ন সংখ্যক টেস্ট ২৮ জুলাই পর্যন্ত হয়ে গেছে এবং এই সংখ্যা ২০ মিলিয়ন ছাড়িয়েছে গত রবিবারই।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিবৃতিতে একই ভাবে আক্রমণ করেন চায়নাকেও। তার মধ্যে তিনি ভারত চীন সম্পর্কের অবনতি নিয়েও মন্তব্য করেন যা একেবারেই এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কারণ তাঁর বিবৃতি শুধুমাত্র কোভিড এর বিরুদ্ধে আমেরিকার লড়াই নিয়েই হওয়ার কথা, ভারত চীন এর আন্তর্জাতিক সম্পর্ক এই বিবৃতির মধ্যে আসারই কথা নয়।
আরও পড়ুনঃ বেইরুট বিস্ফোরণ: মৃত কমপক্ষে ৭৮, আহত ৪ হাজারের বেশি
সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করে যে, ফেব্রুয়ারি মাসে তাঁর বিবৃতিতে থাকা আরেকটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে, ওই বিবৃতিতে তিনি বলেছিলেন রাশিয়া তালিবান জঙ্গিদের সাহায্য করছে আফগানিস্তানে থাকা মার্কিন ফৌজকে মারার ক্ষেত্রে; এবিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা কোন একটি রিপোর্ট দিয়েছে। সেই প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রপতি জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো গোয়েন্দা তথ্য এসে পৌঁছায়নি এবং এটি একটি ভুয়ো গোয়েন্দা তথ্য। যদিও তাঁর ফেব্রুয়ারি মাসের প্রেস ব্রিফিং এর অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় ছিল এইটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584