সংক্রমন রোধে ব্যর্থ ট্রাম্প দিশেহারা, চিনের সাথে চুক্তি না মানার ইঙ্গিত

0
53

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা ভাইরাসকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। লকডাউন করেও সংক্রমণ রুখতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। সেই কারণে এবার চিনের প্রতি রেগে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এতটাই রেগে গিয়েছেন যে, চিনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনেও কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। পাশাপাশি চিনা পড়ুয়াদের ভিসা না দেওয়ার কথাও বলেন তিনি।

Donald Trump | newsfront.co
ফাইল চিত্র

বুধবার ক্ষোভ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প জানান, করোনা মহামারির জেরে গত জানুয়ারিতে চিনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির উপরও এর প্রভাব পড়বে। অথচ একটা সময় সেই বাণিজ্য চুক্তিকে তাঁর প্রশাসনের বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছিল বলে জানান ট্রাম্প।”

আরও পড়ুনঃ ভারতকে করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার অনুদান বিশ্বব্যাঙ্কের

যেহেতু চিন থেকে কোভিড-১৯ সংক্রমনের সূচনা। তাই শুধু ট্রাম্প নন, চিনের ওপর বেজায় চোটে আছেন রিপাবলিকান সেনেটররাও। সম্প্রতি এক সেনেটর পরামর্শ দেন, জাতীয় সুরক্ষা সংক্রান্ত উচ্চশিক্ষার জন্য মার্কিন মুলুকে চিনা পড়ুয়াদের ভিসার আবেদন নাকচ করে দেওয়া হোক। দেশে দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন। তা স্বত্ত্বেও কমছে না আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর সেই ব্যর্থতার ক্ষোভ গিয়ে পড়ল চিনের উপর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here