কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
জাস্কারণ মালহোত্রা এই ভারতীয় বংশোদ্ভূত ডানহাতি ব্যাটসম্যান গতকাল মাস্কটে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ম্যাচে পেসার গুডি টোকার শেষ ওভারে ছয় বলে ৬ টি ছয় মেরে হার্সেল গিবস, কিরণ পোলার্ড যুবরাজ সিংয়ের সমকক্ষ হন। এই ম্যাচে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যাটসম্যান জাস্কারণ মালহোত্রা ১২৪ বলে ১৭৩ রান করেন। তার ইনিংসে ১৬ টা ছয় ও চারটি বাউন্ডারি দিয়ে সাজানো।
কোন আমেরিকানের এটাই প্রথম শতরান। এই ম্যাচে আমেরিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করে জবাবে পাপুয়া নিউগিনি ১৩৭ রানে আউট হয়ে যায়। আমেরিকা ১৩৪ রানে জয়লাভ করে।
6️⃣ x 6️⃣ from the legendary USA cricketer, Jaskaran Malhotra! 🔥🏏 pic.twitter.com/JsuqzoHv7B
— Willow TV (@willowtv) September 9, 2021
আরও পড়ুনঃ শেষ ম্যাচে ২৭ রানে জয় নিউজিল্যান্ডের
চণ্ডীগড়ের ছেলে জাসস্কারণ মালহোত্রা ভারতের ক্রিকেটে সুযোগ না পাওয়ার জন্য ছয় বছর আগে তিনি আমেরিকায় পাড়ি দেন এবং খেলা শুরু করেন। বর্তমানে ইউএস কোচ প্রাক্তন কর্নাটকের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব-এর ব্যাটিং কোচ অরুণকুমারকে কৃতিত্ব দেন। আসন্ন ইপিএল খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584