স্যানিটাইজেশন টানেল ক্ষতিকারক, সুপ্রীম কোর্টে জানালো কেন্দ্র

0
41

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

‘স্যানিটাইজেশন  টানেল তৈরির প্রস্তাব শুধু যে অগ্রহণযোগ্য তাই নয়, ক্ষতিকারক ও বটে’ সুপ্রীম কোর্টে জানালো কেন্দ্র।

বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি ও এমআর শাহর বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করে-স্যানিটাইজেশন টানেল ক্ষতিকারক জানা সত্বেও কেন সরকার এর ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয়নি এতদিন বা ব্যান করেনি?

উত্তরে ল্য অফিসার এক সপ্তাহ সময় চেয়েছেন এই সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা সংশ্লিষ্ট সব জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য। শুধু তাই নয় এই সময়ের মধ্যেই কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানানো হবে আদালতকে। আদালত সেই অনুযায়ী দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

গুরসিমরান সিং নারুলা নামক এক আইনের ছাত্র একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলায় তিনি দাবি করেন  স্যানিটাইজেশন টানেল করোনা ভাইরাসের বিরুদ্ধে একেবারেই কার্যকরী ব্যবস্থা নয়, শুধু তাই নয় এটি মানবদেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক; সরকার অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। বহু অফিস, পাবলিক প্লেসে এই টানেল রাখা হচ্ছে। তার মামলার স্বপক্ষে যাবতীয় তথ্য প্রমাণও পেশ করেন শ্রী নারুলা। ১০ আগস্ট সুপ্রীম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায় এই মামলার বিষয়ে।

নারুলা তাঁর আবেদনে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু আগেই এই বিষয়ে জানিয়েছে যে স্যানিটাইজেশন টানেল আদৌ ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয়, উপরন্ত এটি মারাত্মক ক্ষতিকারক মানব শরীরের জন্য।

শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই নয় , নারুলা দেশ বিদেশের বহু গবেষণা পত্র ও অন্যান্য তথ্য প্রমাণ দাখিল করেছেন যাতে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে সব দেশই এর ক্ষতিকারক দিক সম্পর্কে ওয়াকিবহাল ।তিনি আদালতের সামনে যেকোন ধরণের স্যানিটাইজেশন টানেল তৈরি, ব্যবহার ও বিজ্ঞাপন বন্ধ করার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই আজ কেন্দ্র সরকার এফিডেভিট দাখিল করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here