নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
৬০০ পর্ব উদযাপনের দিন লীনা দি’র কাছে জুন আন্টিকে ফিরিয়ে আনার বায়না করেছিল শ্রীময়ী। তার দাবি- “জুনকে খুব মিস করছি৷ ওর সঙ্গে চুলোচুলিটা বড্ড মিস করছি।” অবশেষে শ্রীময়ীর বায়না মেটাতে চলেছেন কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক প্রোমো তারই আভাস দিচ্ছে। ডিঙ্কা অনেক ঝড়ঝাপটা সামলে আজ সুস্থ এবং স্থিত।
এই সময়েই আগমন জুন আন্টির। সেই মেজাজ, সেই চোখ, সেই ইমেজ নিয়ে ফিরছে সে। চোখে মুখে সেই বদমাইশির ছাপ স্পষ্ট। বাকিটা সময় বলবে৷ জুন আন্টির নেক্সট কী প্ল্যান তা ঠিক করে রেখেছেন লীনা গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি নতুন প্রোমো শেয়ার করে জুন আন্টি থুড়ি ঊষসী চক্রবর্তী নিজের ফেসবুকে লিখেছেন– দামে কম মানে ভাল এখন অতীত পাঁচতলা মল পুরোটাই শ্রীময়ী So ফ্র্যান্ডস স্টিক টু দ্য original নাটক, Stay tune at 7″মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে।”
এহেন ইমেজেই জুন আন্টিকে দেখতে বেশি ভালোবাসে দর্শক। হঠাত করে জুন আন্টি ভাল হয়ে গেলে তা মেনে নিতে বেশ অসুবিধাই হবে তার ভাইপো, ভাইঝি, বোনঝিদের। তাই জুন আন্টি এরকমই থাক- মেজাজি, অহঙ্কারী, বারংবার ভুল সিদ্ধান্তগ্রহণকারী, ষড়যন্ত্রী।
আরও পড়ুনঃ জুনিয়রদের মঞ্চে অনিল কাপুর
প্রসঙ্গত, কেউই শুধু শুধু ভিলেন হয় না৷ কেউ শুধু শুধু বদমাইশি করে না যদি না তার জীবনে কোনও ক্রাইসিস থেকে থাকে। জুনের জীবনে আছে হাজারো ক্রাইসিস। সেই জায়গা থেকেই আজ সে চটুল জুন আন্টি। কিন্তু এই জুন আন্টিকেই দর্শক মিস করে, এই জুন আন্টিই সেরা ভিলেনের পুরস্কার পাক সেটা চায়, এই জুন আন্টিকেই নকল করে মুখ ভেংচিতে ভরিয়ে তোলে ফেসবুকের দেওয়াল। এখানেই সাফল্য এক জুনের, এক ঊষসীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584