লকডাউনে ‘কোলাজ’- এর নতুন গান ‘চল যাই’

0
50

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

শহরের ব্যান্ড ‘কোলাজ’ সম্প্রতি প্রকাশ করল তাদের নতুন মিউজিক ভিডিও ‘চল যাই’ INRECO- এ। ‘চল যাই’ মিউজিক ভিডিওতে প্রাপ্তি হবে সেই সব ফেলে আসা দিনের নস্টালজিয়া, পুরনো সম্পর্কের টান, বিগত দিনগুলোতে ফিরে যাওয়া। মোদ্দাকথা, এক ধরনের মেমরি লেনের অভিজ্ঞতার মতো এই গান।

Singers | newsfront.co

‘চল যাই’ গানটির রচনা কয়েক বছর আগে শুরু হয়েছিল যখন তিনজন পুরনো ব্যান্ডের সদস্য-বন্ধু বানি, অনিত এবং সূর্য বারো বছর পরে পুনর্মিলনের পরিকল্পনা করেছিলেন। শেষ পর্যন্ত তাঁরা গানের প্রথম পংক্তি লেখেন, তবে ব্যক্তিগত এবং পেশাদার প্রতিশ্রুতিগুলির কারণে দল বাঁধা আর হয়ে ওঠেনি।

Band | newsfront.co

অন্যদিকে সোমনাথ (বেস্ গিটার), একজন প্রতিভাবান সংগীতশিল্পী অর্ণব (গিটার) এবং দীপায়ন (ড্রামস) একটি ব্যান্ড গঠনের চেষ্টা করছিলেন এবং তাঁরা একজন কণ্ঠশিল্পীর সন্ধান করছিলেন, সেখানে সূর্য এই তিনজন নতুন গান বন্ধুর সঙ্গে জুটি বাঁধলেন। ঘটনাক্রমে ওঁদের মৌলিক গান তৈরি নিয়েই আগ্রহ বেশি ছিল। পাশাপাশি নতুন ব্যান্ড এবং নিজস্ব মৌলিক গান তৈরি করার আবেগও ছিল ষোলোয়ানা।

আরও পড়ুনঃ ওটিটি প্ল্যাটফর্মে ১৭ জুলাই আসছে ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’

অর্ণব ‘চল যাই’- এর পরবর্তী পংক্তিটি লিখে ফেলেন। দীপায়ান ব্যান্ডটির নামকরণ করলেন- কোলাজ। প্রত্যেকেই পুরো গানটিকে যথাযথ রূপ দেওয়ার চেষ্টা করেন। কিংবদন্তি সংগীত শিল্পী মধু মুখোপাধ্যায় রেকর্ডিং সেশনটিতে সবাইকে উৎসাহিত করায় ওঁরা নিজেদের যথেষ্ট ভাগ্যবান মনে করেন। কোলাজ ‘চল যাই’ গানটি বেশ কয়েকবার লাইভ শোতে পরিবেশন করায় শ্রোতাদের কাছ থেকে ভাল সাড়া পায়।

আরও পড়ুনঃ গ্ল্যামার ওয়ার্ল্ডের স্বপ্ন দেখেন অ্যাডভোকেট তিতির গাঙ্গুলি

আর তাই একটি মিউজিক ভিডিও নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাস জেগে ওঠে। লকডাউন চলাকালীন সবাই যখন জীবনের একটি নেতিবাচক পর্বের মধ্য দিয়ে যাচ্ছে তখন নতুন এই মিউজিক ভিডিওর উদ্যোগ কিছু নতুন তাজা বাতাস সঞ্চার করবে এমন আশা রাখে ‘কোলাজ’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here