বড় পর্দায় ‘অচেনা উত্তম’

0
189

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

actress | newsfront.co

ব্ল্যাক কফি, আত্মজা, বিপ্লব আজ ও কাল-এর পর পরিচালক অতনু বসু দর্শক দরবারে হাজির করছেন অচেনা উত্তম কুমারকে। মহানায়কের জীবনের অজানা, অচেনা গল্প চিত্রনাট্যের সুতোয় বাঁধা থাকবে ‘অচেনা উত্তম’ ছবিতে। খবরটা আনকোরা নয়। তবে এতদিন জানা যায়নি কাকে দেখা যাবে মহানায়কের ভূমিকায়। অবশেষে সব জল্পনার অবসান। মহানায়কের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। কম বয়সের উত্তমের চরিত্রে তীর্থরাজ বসু।

Saswata Chatterjee | newsfront.co

সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রাপ্তবয়স্কা গৌরী দেবীর চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি। আর কম বয়সের গৌরী দেবীর চরিত্রে স্নেহা দাস। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় দিতিপ্রিয়া রায়। তরুণ কুমারের চরিত্রে বিশ্বনাথ বসু। উত্তমকুমারের ছেলের চরিত্রে অনুভব কাঞ্জিলাল। সুমিত্রা মুখার্জির চরিত্রে সম্পূর্ণা লাহিড়ী। সুপ্রিয়া দেবীর চরিত্রে সায়ন্তনী রায়চৌধুরী। শক্তি সামন্তর চরিত্রে অনিন্দ্য সরকার। সলিল দত্তর চরিত্রে অরিন্দল বাগচি। লালমোহন মুখার্জির চরিত্রে শিবাশিস বন্দ্যোপাধ্যায়৷ বশির আহমেদের চরিত্রে সুপ্রিয় দত্ত৷ সম্প্রতি এক ঝাঁ চকচকে হোটেলে হয়ে গেল ছবির শুভ মহরত৷ এপ্রিলেই শুরু হবে ছবির শুটিং।

movie actress | newsfront.co

Rituparna Sengupta | newsfront.co

মহানায়কের ছেলেবেলা থেকে শুরু করে যৌবন, প্রেম, অভিনয়জীবন এবং তার ওঠাপড়া সবই উঠে আসবে এই ছবিতে। কলকাতা এবং উত্তরবঙ্গ থাকবে ছবির দুটি মুখ্য চরিত্র হিসেবে।

film actress | newsfront.co

মহানায়কের চরিত্রে অভিনয় করার জন্য ডাক পাওয়ার পর কেমন অনুভূতি হয় শাশ্বত চট্টোপাধ্যায়ের? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন- “কঠিন কাজ করতে সবসময়ই ভাল লাগে। পাশাপাশি কঠিন কাজ সবসময়ই চ্যালেঞ্জিং৷ তার জন্য প্রস্তুতিরও দরকার হয়।

 

কিন্তু মহানায়কের চরিত্র করা শুধুই চ্যালেঞ্জিং নয়, তার জন্য যে কোনওরকমের প্রস্তুতিই কম বলে মনে হয় আমার।”

আরও পড়ুনঃ ‘মোহর’-এ নেগেটিভ রোলে ভাস্বর

director | newsfront.co

movie actor | newsfront.co

আরও পড়ুনঃ বিক্রমের সুরে হরিহরণের গানের ভিডিওতে নায়িকা প্রিয়াঙ্কা

ছবির জন্য রিসার্চ ওয়ার্ক করছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। সিনেমাটোগ্রাফিতে সুপ্রিয় দত্ত। স্বর্ণযুগের গানগুলিকে নতুন ঢঙে পরিবেশনের কাজটি করছেন উপালি। মুম্বইয়ের ‘অলকানন্দা আর্টস’-এর ব্যানারে প্রমোদ আনন্দের প্রযোজনায় আসছে এই ছবি। প্রসঙ্গত, প্রযোজক মহানায়কের একনিষ্ঠ ভক্ত। তাই তাঁকে নিয়ে যখন ছবি তাই তিনি পিছিয়ে থাকতে পারেননি এই ছবির প্রযোজনা থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here