করোনা ভাইরাসের আতঙ্কে জাহাজে বসেই ফেসবুক পোস্ট উত্তর দিনাজপুরের যুবকের

0
79

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

জাপানে চাকরি করতে গিয়ে করোনা ভাইরাসের আতঙ্কে ফেসবুকে পোস্ট করলেন উত্তর দিনাজপুরের এক যুবক। তার দাবি, যে জাহাজে তিনি কর্মরত ছিলেন তার প্রায় ৬১ জন কর্মী ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই জাহাজে থাকলে এই ভাইরাসের কবলে পড়তে পারেন তিনিও। এই আশঙ্কাতেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

uttar dinajpur boy panic of corona virus post on facebook | newsfront.co
বিনয়ের ছবি হাতে পরিজন। নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুরের এলাকার বাসিন্দা বিনয় কুমার সরকার। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে বিদেশের বিভিন্ন জায়গায় জাহাজে কেবিন ক্রু হিসেবে কাজ করতেন বিনয় বাবু।

চাকুলিয়া থানার হাতিপা এলাকার বাসিন্দা বিনয় বাবু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকালকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি জানিয়েছেন যে, জাপানের ইউকোহামা পোর্টে ডায়মন্ড প্রিন্সেস নামের একটি জাহাজে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন।

আরও পড়ুনঃ গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমা ঘিরে আশাবাদী তীর্থযাত্রীরা

প্রথমদিকে সংখ্যাটা কম থাকলেও বর্তমানে ৬১ জনের রক্তের নমুনায় এই ভাইরাসের চিহ্ন মিলেছে। তাদেরকে বিভিন্ন সময়ে অ্যাম্বুলেন্সে করে কোনও এক অজানা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত বিষয়টি দেখে রীতিমতো আতঙ্কিত তিনি। দেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি করেছেন।

তার পরিবারের লোকও চাইছেন যেন কোনও উপায়ে তাদের পরিবারের ছেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে এবং প্রশাসন এতে ব্যবস্থা নিক। জাহাজে যে কয়জন ভারতীয় ক্রু রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু বাংলার লোকও রয়েছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here