উত্তরদিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি

0
94

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

দুই দিনব্যাপী ২৯তম উত্তরদিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক তালিকায় শীর্ষে বালক বিভাগে ইটাহার উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থান দখল করে। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের ব্যবস্থ্যাপনায় দুদিন ধরে রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়ার আসর বসে। গত বুধবার টিম গেমসের খেলা গুলি অনুষ্ঠিত হয়। টিম গেমসের ভলিবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সমাসপুর উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় খোকসা বি টি উচ্চ বিদ্যালয়। কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়।খো-খো খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ান হয় বাঘন কালিতলা উচ্চ বিদ্যালয়।

নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সচিব প্রবীর গুহ বলেন দুইদিনের এই ক্রীড়া প্ৰতিযোগীতায় উত্তর দিনাজপুর জেলার মোট ১১০টি বিদ্যালয় অংশগ্রহন করে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর সংখ্যা ২০০জন।২৯তম উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সাথে শেষ হওয়ায় উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থার সচিব প্রবীর গুহ সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here